

সোমবার ● ১৪ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » ইউরোপ সফরে প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন
ইউরোপ সফরে প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন
লন্ডন থেকে আজিজুল আম্বিয়া ::
প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক, খ্যাতিমান লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব ইব্রাহীম চৌধুরী খোকন খুব শীঘ্রই ইউরোপ সফরে আসতেছেন এই খবরটি জানা যায় , একটি বিশ্বস্ত সূত্রে। এই সফরে তিনি অংশ নিচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও সাহিত্যিক আয়োজনে এবং ইউরোপের বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তাঁদের জীবনের গল্প ও অভিজ্ঞতা সংগ্রহ করছেন, যা তিনি ভবিষ্যতের একটি গ্রন্থে তুলে ধরবেন বলে জানিয়েছেন।
সফরের সূচনায়, ২০ এপ্রিল রবিবার তিনি আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এথেন্সের বাংলা কাগজ ‘লাল হাবিলী’ আয়োজিত কমিউনিটি এওয়ার্ড অনুষ্ঠানে। সেখান থেকে তিনি সফর করবেন বসনিয়া, এরপর যুক্তরাজ্যে আসবেন।যুক্তরাজ্যে তাঁর কর্মসূচি শুরু হবে ২৬ এপ্রিল, লন্ডনের ঐতিহ্যবাহী কিংস কলেজে আয়োজিত একটি সেমিনার ও চ্যারিটি নৈশভোজে অংশগ্রহণের মাধ্যমে। ২৮ এপ্রিল, তিনি উপস্হিত থাকবেন লেখক ও সাংবাদিক শেবুল চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে লেখা গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত বার্মিংহামের অনুষ্ঠানে।২৯ এপ্রিল, ইব্রাহীম চৌধুরী অংশ নেবেন পূর্ব লন্ডনের ব্র্যাডি আর্ট সেন্টারে সাংবাদিক ও লেখক ড. আজিজুল আম্বিয়ার নতুন বই উপমা ভালোবাসা কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে। একই দিন সকালে, তিনি বার্কিং অ্যান্ড ডাগেনহ্যাম কাউন্সিলের মেয়র মঈন কাদেরীর আমন্ত্রণে বার্কিং টাউন হলের মেয়রস পার্লারে অংশ নেবেন এক বিশেষ চা-আড্ডায়। প্রবাসী সাংবাদিকতা ও বাংলাদেশি কমিউনিটির ভবিষ্যৎ নিয়ে সেখানেও মতবিনিময় হবে বলে জানা গেছে।
সফরের শেষ দিন, ৩০ এপ্রিল, তিনি ফ্রান্সের প্যারিসে অবস্থিত জনপ্রিয় রেস্টুরেন্ট ‘কুটুম বাড়ি’-তে ইউরোপের বাংলা সংবাদমাধ্যমের সহকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবেন।
ইউরোপ সফর সম্পর্কে অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইব্রাহীম চৌধুরী বলেন, “আমি যে অঞ্চল থেকে এসেছি, সেখানকার বহু মানুষ ইউরোপে বসবাস করেন। এই সফরে তাঁদের জীবন সংগ্রাম, সাফল্য ও অভিজ্ঞতা জানার সুযোগ পাচ্ছি। বিশেষ করে, যেসব শহরে আমার শৈশব ও যৌবনের অনেক প্রিয় মুখ ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাঁদের সঙ্গে পুনর্মিলন আমাকে গভীরভাবে স্পর্শ করছে।”
প্রবাসে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে সংযোগ স্থাপন, তাঁদের কণ্ঠস্বর তুলে ধরা ও সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে প্রবাসীদের অবদান লিপিবদ্ধ করাই এই সফরের মূল উদ্দেশ্য বলে জানান তিনি।
