

বুধবার ● ৩০ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জের জগন্নাথপুরে বিশেষে অভিযানে পরোয়ানা-ভুক্ত আসামিসহ গ্রেফতার-৩
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিশেষে অভিযানে পরোয়ানা-ভুক্ত আসামিসহ গ্রেফতার-৩
ওয়াহিদুর রহমান সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ-
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনালনা করে তালিকভুক্ত পলাতক আসামি সরুপ মিয়া(৩০),আক্তার মিয়া (৩০) ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি মনির হোসেন (২২)কে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা-পুলিশ।
ধৃতঃআসামিদের ২৯(জুলাই)মঙ্গলবার বিজ্ঞ -আদালতের মাধ্যম কারাগারে প্রেরণ করা হয়েছে ! জগন্নাথপুর থানা-পুলিশ মারফতে জানাগেছে, ২৮(জুলাই)সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি)মাহফুজ ইমতিয়াজ ভূঞার দিক- নির্দেশনায় থানার সাব-ইন্সপেক্টার মোঃআল- আমিন,সাব-ইন্সপেক্টার দিপংকর হালদার, সাব-ইন্সপেক্টার নুর উদ্দিন আহমদ,সাব- সাব-ইন্সপেক্টার রিফাত সিকদার,এএসআই মোঃহুমায়ূন কবির বাহার,এএসআই কামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশ বাহিনী জগন্নাথপুর উপজেলার বিভিন্ন এলাকায় রাতভর বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ-সময় উপজেলার পাইলগাঁও ইউনিয়নে অভিযান চালিয়ে গোতগাঁও গ্রামের আছকন মিয়ার পুত্র জিআর-১৪১/২৫,ধারা-৯(১)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মোকদ্দমার তালিকাভুক্ত পলাতক আসামি সরুপ মিয়া(৩০),জগন্নাথপুর পৌর-শহরের অভিযান করে ইসহাকপুর গ্রামের মৃতঃগৌছ মিয়ার পুত্র জিআর-১৪৪/২৫-(পেনালকোড)এর তালিকাভুক্ত পলাতক আসামি আক্তার মিয়া(৩০),ও পাইলগাঁও ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে বাগময়না(বর্তমানে আছিমপুর) গ্রামের মৃতঃমোস্তফা মিয়ার পুত্র(পালক পিতা- মোঃহান্নান মিয়ার)পুত্র মনির হোসেন(২২)কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে জগন্নাথপুর থানা-পুলিশ।
গ্রেফতারকৃত তিন আসামিকে মঙ্গলবার সুনামগঞ্জ বিজ্ঞ-আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে এ-ব্যপারে নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক(ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা।
বিষয়: #অভিযান #আসামিসহ #গ্রেফতার #জগন্নাথপুর #পরোয়ানা #বিশেষ #ভুক্ত #সুনামগঞ্জ