

সোমবার ● ২৮ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাধবপুরের চৌমুহনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মাধবপুরের চৌমুহনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বেলাপুর গ্রামে ইয়ামিন নামের সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (২৮ জুলাই) দুপুরে বাড়ির পাশের পুকুরে ইয়ামিনের লাশ ভাসতে দেখে প্রতিবেশীরা।ইয়ামিন বেলাপুর গ্রামের রমজান মিয়ার ছেলে।
তাৎক্ষণিকভাবে স্বজনেরা পুকুর থেকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন।হাসপাতালে আনার আগেই ইয়ামিনের মৃত্যু হয় বলে জরুরী বিভাগের রেজিস্ট্রারে উল্লেখ করা হয়েছে। পরিবারের সদস্যদের অগোচরে খেলতে খেলতে ইয়ামিন পুকুরে পড়ে যায় বলে জানা গেছে।
বিষয়: #চৌমুহনী #ডুবে #পানি #মাধবপুর #মৃত্যু #শিশু