

বৃহস্পতিবার ● ৩১ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎপৃষ্টে তরুণের মৃত্যু।।
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎপৃষ্টে তরুণের মৃত্যু।।
ওয়াহিদুর রহমান,সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ-
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় বাবার সাথে পার্শ্ববর্তী হাওরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে রাকিব আলী (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে ৩১(জুলাই)বৃহস্পতিবার সকালে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া -হলদিপুর ইউনিয়নের বেতাউকা নৌকা ঘাট নামক এলাকার নলুয়ার হাওরে।
নিহত রাকিব আলী বেতাউকা গ্রামের অনর মিয়ার পুত্র।
পুলিশ ও স্থানীয়দের মারফতে জানাগেছে, ৩১ (জুলাই) বৃহস্পতিবার সকালে রাকিব আলী(১৮)তার বাবার সাথে নৌকা যোগে নিকটবর্তী নলুয়ার হাওরে মাছ ধরতে যায়। মাছ ধরতে গিয়ে এক সময় হাওরে ছড়িয়ে ছিটিয়ে থাকা পল্লী বিদ্যুতের খুঁটির সঙ্গে নৌকাটির ধাক্কা লাগে।এ-সময় রাকিব বিদ্যুৎপৃষ্ট হয়ে নৌকা থেকে পানিতে পড়ে যায়।পরে তার বাবা ও স্থানীয়রা খোঁজা- খুঁজি করে রাকিবের মরদেহ উদ্ধার করেন।
নিহতের চাচাতো ভাই ও সাবেক ইউপি সদস্য জুয়েল মিয়া সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ জানান,পল্লী বিদ্যুতের তারের স্পর্শে রাকিবের দেহের বিভিন্ন অংশ পুড়ে গেছে।প্রতি বছর বর্ষার সময় হাওরে পানি বাড়লে পল্লী বিদ্যুতের খুঁটি ও তারে সাথে প্রায়ই এমন ঘটনা ঘটে।
এ-ব্যপারে বহুবার পল্লী বিদ্যুৎতের কর্তৃ-পক্ষকে অবহিত করা হলেও অদ্যাবধি কোন প্রকার ফলোদয় হয়নি।
জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক(ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।এ-বিষয়ে যথা-যথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বিষয়: #জগন্নাথপুর #তরুণের #বিদ্যুৎপৃষ্টে #মৃত্যু #সুনামগঞ্জ