

বুধবার ● ৩০ জুলাই ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » সেনবাগে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সেনবাগে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতের নাম শামসুল আরেফিন বাহাদুর (৩১)। তিনি দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের ৬নং ওয়ার্ডের আসলাম মুন্সির বাড়ি (ভূঁইয়া মসজিদের পাশে) এলাকার বাসিন্দা। তার পিতা মৃত আব্দুল আলী ও মাতা মৃত মনোয়ারা বেগম বলে জানা যায়। পেশায় তিনি একজন সিএনজি চালক।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৯ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, আটক শামসুল আরেফিনের বিরুদ্ধে সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
বিষয়: #ইয়াবাসহ #গ্রেপ্তার #পিস #ব্যবসায়ী #মাদক #সেনবাগ