

মঙ্গলবার ● ২৯ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » নিউইয়র্কে নিহত এনওয়াইপিডির কর্মকর্তা দিদার কুলাউড়ার সন্তান।
নিউইয়র্কে নিহত এনওয়াইপিডির কর্মকর্তা দিদার কুলাউড়ার সন্তান।
শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥
নিউইয়র্কের ম্যানহাটনে বন্দুকধারীর গুলিতে নিহত এনওয়াইপিডির পুলিশ অফিসার মোহাম্মদ দিদারুল ইসলাম বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সন্তান।
ঘটনার বিবরণে জানা যায় গত ২৮শে জুলাই সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এক বন্দুকধারী ম্যানহাটন শহরের ৩৪৫ পার্ক এভিনিউ এলাকায় বহুতল ভবনের নিচ তলায় গেইটে এসে নিরাপত্তার দায়িত্বে থাকা বাংলাদেশী বংশোদ্ভূত এনওয়াইপিডির পুলিশ অফিসার দিদারুল ইসলামকে লক্ষ্য করে গুলি চালায় এবং তিনি গুরুতর আহত হন।পরে বন্দুকধারী বহুতল ভবনের ভেতরে প্রবেশ করে ৩৩ তলায় আরও তিনজন কে গুলি করে এবং এক পর্যায়ে সে নিজে আত্মহত্যা করে।পত্যক্ষধর্ষীরা লিফটের কাছে তার লাশ পড়ে থাকতে দেখেন।কেন কি কারণে নিহত বন্দুকধারী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তার বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।নিহত বন্দুকধারী লাসভেগাস থেকে এসেছেন এবং তিনি একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এবং তার নাম সানে ডি তামুরা।এই ঘটনায় মোট পাঁচ জন নিহত হয়েছেন।
নিহত পুলিশ অফিসার মোহাম্মদ দিদারুল ইসলামে বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়।ব্যক্তি জীবনে দিদারুল ইসলাম তিন সন্তানের জনক এবং তিনি পিতা মাতার একমাত্র সন্তান ছিলেন।
বাংলাদেশি বংশোদ্ভূত এনওয়াইপিডির পুলিশ অফিসার দিদারুল ইসলামের মর্মান্তিক ভাবে মৃত্যুতে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।নিউইয়র্কস্থ কুলাউড়া উপজেলা এসোসিয়েশনের সভাপতি সৈয়দ ইলিয়াস খসরু নিহত পুলিশ অফিসারের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বিষয়: #এনওয়াইপিডি #কর্মকর্তা #কুলাউড়া #দিদার #নিউইয়র্ক #নিহত #সন্তান