

মঙ্গলবার ● ২২ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের পথমেলা ৩১শে আগষ্ট।
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের পথমেলা ৩১শে আগষ্ট।
শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥
ব্রঙ্কসের ঐতিহ্যবাহী প্রবাসী বাংলাদেশীদের সংগঠন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত।
গত ২১শে জুলাই সোমবার সন্ধ্যায় ব্রঙ্কস স্ট্রালিং বাংলাবাজারের গোল্ডেন প্যালেস মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শামীম আহমেদ।সাধারন সম্পাদক শেখ অলি আহাদের সঞ্চালনায় সভার শুরুতে বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ২০ জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
সভায় উপস্তিত থেকে বক্তব্য রাখেন সহসভাপতি মোস্তাকুর রহমান লিটন,সহসভাপতি কাজী রবিউজ্জামান,সহসভাপতি ফকরুল ইসলাম,যুগ্ন সম্পাদক সুরাইয়া আলম লাকি,কোষাধ্যক্ষ হুমায়ুন কবীর সোহেল,সাংগঠনিক সম্পাদক দীপংকর দেব সুমন,আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুরজিৎ কিশোর দাস চৌধুরী,প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান,দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মিথুন আর দেব,যুব ও ক্রীড়া সম্পাদক রায়হান পারভেজ,ধর্ম সম্পাদক সফিকুর রহমান,সদস্য সচিব নাজমুল ইসলাম রাসেল,আপ্যায়ন সম্পাদক গুলজার হোসেন,কার্যকরী সদস্য বিলাল ইসলাম,জহিরুল হক,আশফাকুল হক চৌধুরী,বিজয় কৃঞ্চ সাহা,চৌধুরী মোহাম্মাদ মুমিত তানিম প্রমূখ।
সভায় সর্বসম্মতিক্রমে স্ট্রালিং বাংলাবাজারে আগামী ৩১শে আগষ্ট রোজ রবিবার দিনব্যাপী পথমেলার আয়োজন কারার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় নির্বাচিত কার্যকরী পরিষদের সকল সদস্যের হাতে বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের নির্বাচন কমিশন প্রদত্ত সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
সভার শেষে সংগঠনের সভাপতি শামীম আহমেদ আগামী ৩১শে আগষ্ট বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস কতৃক অনুষ্ঠিত স্ট্রালিং বাংলাবাজারের পথমেলায় প্রবাসী বাংলাদেশীদেরকে স্বপরিবারে অংশগ্রহন করে মেলাকে সাফল্য মন্ডিত করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
বিষয়: #অব #আগষ্ট #পথমেলা #বাংলাদেশ #ব্রঙ্কস #সোসাইটি