

সোমবার ● ২৮ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রতিবন্ধী নারীকে ধর্ষণে অন্তস্বত্বা,অভিযুক্ত গ্রেপ্তার
প্রতিবন্ধী নারীকে ধর্ষণে অন্তস্বত্বা,অভিযুক্ত গ্রেপ্তার
জালাল উদ্দিন লস্কর, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরেঅন্তঃসত্ত্বা মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের মাধ্যমে অন্তঃস্বত্বা করার ঘটনায় র্যাব অভিযান চালিয়ে অভিযুক্ত মো: আকাশ মিয়াকে (২৪) গ্রেপ্তার করেছে।সে উপজেলার হবিবপুর গ্রামের মো: নুর মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন মিডিয়া অফিসার অতি: পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এবং র্যাব-৮, বরিশাল এর একটি যৌথ আভিযানিক দল রবিবার (২৭ জুলাই) দুপুর আড়াইটায় পটুয়াখালী জেলার বাউফল থানাধীন বাংলাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মামলা নং-৪২, তারিখ-২৭/০৫/২৫ইং, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং/০৩) এর ৯(১) এর মূলে হবিগঞ্জের মাধবপুরে মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা করার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
মিডিয়া অফিসার অতি: পুলিশ সুপার কে,এম শহিদুল ইসলাম সোহাগ বলেন,পরবর্তী ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিষয়: #অন্তস্বত্বা #অভিযুক্ত #গ্রেপ্তার #ধর্ষণ #নারী #প্রতিবন্ধী