রবিবার ● ২৭ জুলাই ২০২৫
প্রথম পাতা » Default Category » জয়পুরহাট সদর উপজেলা শাখার উদ্যোগে ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত
জয়পুরহাট সদর উপজেলা শাখার উদ্যোগে ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত

মোফাজ্জল হোসেন, জয়পুরহাট:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট সদর উপজেলা শাখার উদ্যোগে ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টায় শহরের আব্বাস আলী খান মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের আমীর মাও: ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ফজলুর রহমান সাইদ।
সেক্রেটারি জয়নাল আবেদীন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, ধলাহার ইউনিয়নের আমীর মাও: আসাদুজ্জামান, দোগাছী ইউনিয়নের মাহফুজুল ইসলাম, ভাদসা ইউনিয়নের আমীর মোহাম্মদ আলী, মোহাম্মাদাবাদ ইউনিয়নের আমীর আব্দুল গফুর, পুরানাপৈল ইউনিয়নের আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, আমদই ইউনিয়নের আমীর প্রভাষক আরিফুল ইসলাম, বম্বু ইউনিয়নের আমীর মাওলানা আসাদুল ইসলাম আসাদ, জামালপুর ইউনিয়নের আমীর মুফতি দেলোয়ার হোসেন, চকবরকত ইউনিয়নের আমীর মাওলানা নাজিম উদ্দীন সহ অন্যান্যরা।
প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান সাইদ বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আদর্শিক সংগ্রামকে বেগবান করতে হলে রুকনদের আত্মশুদ্ধি, তাকওয়া ও সাংগঠনিক দক্ষতা অর্জনের বিকল্প নেই। জামায়াতের প্রতিটি সদস্যকে ইসলামী আন্দোলনের প্রকৃত কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। সমাজ থেকে সকল অন্যায়ের মূলোৎপাটন ঘটাতে হবে। সমাজ ও রাষ্ট্রের সকল স্তর থেকে অসৎ লোকদের নেতৃত্বকে বিদায় জানাতে হবে।”
সম্মেলনে রুকনদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্যে জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া বলেন, “এই যুগে যারা দ্বীন প্রতিষ্ঠার পথে আত্মনিয়োগ করেন, তারা সৌভাগ্যবান। এই পথের প্রতিটি পদক্ষেপই আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে যায়।
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের দুটি আসনেই জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বিষয়: #জয়পুরহাট #রুকন #ষান্মাসিক #সম্মেলন




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
