বৃহস্পতিবার ● ৩১ জুলাই ২০২৫
প্রথম পাতা » খুলনা » আল্লার দর্গায় গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা
আল্লার দর্গায় গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা
খন্দকার জালাল উদ্দিন:
![]()
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লার দর্গায় বালিকা বিদ্যালয়ের সামনে মকলেচ সাহেবের বাসায় গলায় ফাঁস নিয়ে এক যুবক আত্মহত্যা করেছে।
জানা গেছে ৩০ জুলাই বুধবার সন্ধ্যা ছয়টার দিকে মথরাপুর স্কুল বাজার এলাকার জাহের মন্ডলের ছেলে সানি (১৭) বিশিষ্ট ব্যবসায়ী মকলেচুর রহমানের নীচ তলায় বাড়ি ভাড়া নিয়ে দুইজন বন্ধু থাকতো। সনি তাদের মধ্যে একজন, সে আগে এসেই দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পরের জন বাসায় গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে, এরই মাঝে ভিতরে দরজার ফাঁক দিয়ে লাইট জালানো অবস্থায় তার ঝুলন্ত পা দেখতে পাই। এলাকার লোকজনকে ডাকাডাকি করে বিষয়টা জানায় এবং পুলিশ কে খবর দেয়, অনেক পরে পুলিশ রাত ১০ টার দিকে এসে তার ঝুলন্ত মরা দেহ উদ্ধার করে। প্রাথমিক ভাবে জানা যায়, সে একাই আত্মহত্যা করেছে।। পুলিশ লাশের সুরত হাল রেকর্ড করে এবং কোন বাদী না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। এ বিষয়ে পারিবারিক ভাবে জানা যায় সনি বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে নাচ গান করতো এবং হিজড়াদের সাথে থাকতো। এ কারণে পরিবারের লোকজন তাকে বাড়ি থেকে একপ্রকার বের করে দেয়। হয়তো পারিবারিক দ্বন্দ্বের কারণেই তার এই আত্মহত্যা। এদিকে এ বিষয়ে ওসি সোলায়মান শেখ এর কাছে বিষয়টি জানার জন্য ফোন করলে ৫ বার ফোন করার পরেও তাকে পাওয়া যায়নি।
বিষয়: #আত্মহত্যা #আল্লার #গলায় #দর্গায় #নিয়ে #ফাঁস #যুবকে




দৌলতপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
দৌলতপুর আল্লারদর্গায় সততা ক্লিনিকে অভিযান চালিয়ে এক নারী ও পুরুষকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেছে এলাকাবাসী
মোংলায় বিএনপির মাদকবিরোধী আলোচনা সভা
দৌলতপুর মরিচা ইউনিয়নে পদ্মা নদীর ভাঙ্গন চরমে আতংকিত এলাকাবাসী
দৌলতপুরে দুই গ্রুপের সংঘর্ষ বিএনপির পার্টি অফিস ভাঙচুর
শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে নৌবাহিনী-রিয়ার এডমিরাল জাকির হোসেন
শিল্প দূষণে আক্রান্ত পশুর নদী বাঁচাতে মোংলায় মানববন্ধন
মোংলায় ৩৪ মন্দিরের নিরাপত্তায় নৌবাহিনীর টহল
শরণখোলায় কোস্টগার্ডের আয়োজনে তারুণ্যের উৎসবে বিনামূল্যে মেডিকেল ক্যাস্পেইন
দৌলতপুর পিপুলবাড়িয়া মাঠে গাছের গুঁড়ি ফেলে গতিরোধ করে অ্যাম্বুলেন্সে ডাকাতি
