

শুক্রবার ● ১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪
মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪
জালাল উদ্দিন লস্কর
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৫০ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) ভোরে উপজেলার ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সুলতানপুর গ্রামের তারাব আলীর ছেলে বাবুল মিয়া (৪০), ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে ফারুক মিয়া (২৮), নরসিংদী জেলার পলাশ থানার দক্ষিণ পারলিয়া গ্রামের মো. বুলবুলের ছেলে মো. কাউসার (৩০) এবং কুড়িগ্রাম জেলার রৌমারী থানার চর লাঠিয়ালডাঙ্গা গ্রামের হানিফ মিয়ার ছেলে জহির মিয়া (২৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে- সুলতানপুর এলাকার মো. বাবুল মিয়ার বাড়িতে গাঁজা ক্রয়-বিক্রয়ের জন্য কয়েকজন ব্যক্তি অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে বাবুল মিয়ার বসতঘর তল্লাশি করে ৩টি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করে পুলিশ। এর মধ্যে দুইটি বস্তায় ৫০ কেজি গাঁজা পাওয়া যায়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যাহ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বিষয়: #কেজি #গাঁজাসহ #গ্রেপ্তার #মাধবপুর