

বৃহস্পতিবার ● ১৪ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » লন্ডনে কাব্যকথা সাহিত্য পরিষদের সম্বর্ধনা সভা
লন্ডনে কাব্যকথা সাহিত্য পরিষদের সম্বর্ধনা সভা
সংবাদ বিজ্ঞপ্তি, লন্ডনঃ
লন্ডন সফররত একাধিক পুরস্কারপ্রাপ্ত মনোবিজ্ঞানী কবি হাসিদা মুন ও মানুষ গড়ার কারিগর শিক্ষক দুলন নাহার খানকে সম্বর্ধনা প্রদান করেছে ‘কাব্যকথা সাহিত্য পরিষদ‘ , ইউকে ।
১৩ আগষ্ট ২০২৫ বুধবার লন্ডন সময় সন্ধ্যা ছয় ঘটিকায় পূর্বলন্ডনের ভ্যালেন্স রোডের ‘পিওর চাই‘ রেষ্টুরেন্টে সংগঠনের সভানেত্রী কবি ইমদাদুন খান (রেশিয়া খান ) এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক কবি সাংবাদিক আজিজূল আম্বিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্বর্ধনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নিউহ্যাম কাউন্সিলের চেয়ার কাউন্সিলার রহিমা রহমান ও বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন গবেষক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, গবেষক ফারুক আহমদ, সাংবাদিক গবেষক মতিয়ার চৌধুরী, টিভি উপস্থাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উর্মি মাজহার ।
অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সম্বর্ধনার আয়োজক কাব্যকথার সাধারন সম্পাদক কবি সাংবাদিক ড. আজিজুল আম্বিয়া। সম্বর্ধিতদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের সভাপতি কবি মোহাম্মদ ঈকবাল, সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সেক্রটারী উদয় শংকর দুর্জয়, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাজিদুর রহমান, বাংলাদেশ প্রেসক্লাব ইউকের প্রেসিডেন্ট শাকিল হোসেন, সেক্রেটারী তওহিদুল করিম মোজাহিদ, প্রবীণ সাংবাদিক রহমত আলী, কবি জেসিকা চৌধুরী, কবি আসমা মতিন, কবি নোমান আহমেদ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র সহিদ আলী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক কাউন্সিলার সাদ চৌধুরী, শাহিন রশিদ, কমিউনিটি সংগঠক আব্দুস সত্তার, আব্দূল খালিক, সাংবাদিক সেজু মিয়া প্রমুখ।
কবিতা আবৃত্তি করেন কবি এডভোকেট কবি মুজিবুল হক মনি, সাংস্কৃতিক কর্মি স্মৃতি আজাদ, কবি হাফসা ইসলাম, কবি হেনা বেগম, কবি সালমা বেগম, কবি শেখ লাকি, কবি লাভলি বেগম।
সম্বর্ধিত ব্যাক্তিদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অনুষ্টানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা। অনুষ্টানের শুরুতে সম্বর্ধিতদের ফুল দিয়ে বরন করেন কবি সালমা বেগম, কবি শেখ লাকি ও কবি লাভলি বেগম। আলোচকবৃন্দ বলেন গুণীজনদের সম্মান করলে নিজেরা সম্মানীত হয়, আজ আমরা দুজন গুণীব্যক্তিকে সম্মান জানিয়ে নিজেরা সম্মানীত হলাম।
বিষয়: #কাব্যকথা #পরিষদ #লন্ডন #সভা #সম্বর্ধনা #সাহিত্য