রবিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » রাজশাহী » আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা
![]()
মোফাজ্জল হোসেন, জয়পুরহাট:
‘পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্য অধিকার নিশ্চিতকরণ’ প্রতিপাদ্য নিয়ে রবিবার সকাল ১০টায় জয়পুরহাট জেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্তার চৌধুরী সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাহবুব এর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সমাজ সেবা অধিদপ্তর জয়পুরহাটের উপ-পরিচালক ইমাম হাশিম, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, চেম্বারের পরিচালক এম. এ করিম, ৭১ টিভি’র জেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি ওমর আলী, দৈনিক যায়যায়দিন এর জেলা প্রতিনিধি ইসমাইল হোসেন, দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি আল মামুন। তথ্য অধিকার আইন ও এ সংক্রান্ত ভিডিও চিত্র প্রদর্শন করেন জেলা তথ্য কর্মকর্তা মো: ইব্রাহিম মোল্লা সুমন।
এসময় উপস্থিত ছিলেন এলজিইডি জয়পুরহাট এর নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শফিকুল ইসলাম তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক মোহা: সবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার, জয়পুরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ, আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম, কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান, ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্য অধিকার নিশ্চিতকরণ এ প্রতিপাদ্য বাস্তবায়নে পরিবেশ রক্ষা করে তথ্য সংগ্রহ করতে হবে। তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য সেবা নিশ্চিত করতে সকল পর্যায়ের সরকারি-বেসরকারী কর্মকর্তাদের যত্নবান হতে হবে। তথ্য দাতা ও গ্রহীতা উভয় পরস্পর সহযোগিতার মাধ্যমে অবাধ তথ্য সেবা নিশ্চিত করতে হবে।
বিষয়: #অধিকার #আন্তর্জাতিক #জয়পুরহাট #তথ্য #দিবস




জয়পুরহাট-১ আসনে জেলা জামায়াতের আমীরের মনোনয়ন পত্র সংগ্রহ
রাণীনগরে দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি।
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে ৪ দিন ব্যাপি আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান
ঐতিহ্যবাহী জয়পুরহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাশরেকুল, সম্পাদক সবুজ
জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি মোমেন ফকির ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম
জয়পুরহাটে বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক
ফুলবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন
ফুলবাড়ীতে প্রাণের চুক্তিবদ্ধ কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহ ও বোরো ধানের বীজ বিতরণ এর কার্যক্রম উদ্বোধন
জয়পুরহাটে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
