শুক্রবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » লন্ডনে সাবেক এমপি জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী-কে বিশাল সংবর্ধনা প্রদান
লন্ডনে সাবেক এমপি জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী-কে বিশাল সংবর্ধনা প্রদান
শহিদুল ইসলাম, প্রতিবেদ
ক।
রাউজানের সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি, জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সংক্ষিপ্ত সফরে লন্ডন আগমনে যুক্তরাজ্যস্থ নেতা/কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান।
পরে লন্ডনে অবস্থানরত চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, গনমাধ্যম কর্মী, রাউজান, ফটিকছড়ির বিভিন্ন পেশার মানুষের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়। ২২ সেপ্টেম্বর ২০২৫, রবিবার রাতে লন্ডনের অভিজাত রেস্টুরেন্টে JRC Buffet মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। এসময় তিনি বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, লন্ডন প্রবাসী রাউজানের কৃতি সন্তান মোঃ মোর্শেদ আলম। পরিচালনা করেন মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী, টিভি২৪ বাংলা চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান।
এতে আরো বক্তব্য রাখেন, ION টিভির ভাইস চেয়ারম্যান সুজন বডুয়া, সাবেক ছাত্রনেতা সলিসিটর মোঃ ইকবাল বাহার, টিভি প্রেজেন্টার মোঃ জাহেদুল আলম মাসুদ, বিশিষ্ট লেখক কলামিস্ট লন্ডন কলম একাডেমির চেয়ারম্যান মো নজরুল হাবিবী, ব্যারিস্টার তাসবীর, মোঃ মাহবুবুল আলম, মোঃ ইকরামুল হক, মোঃসাইদ, মোহাম্মদ হোসেন (এমরান), নাজিম উদ্দীন, সাগর নুর, সাইফুল ইসলাম প্রমুখ।
আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, স্বৈরাচার হাসিনা সরকার মা-বোনদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, দিনের ভোট রাতে করেছে। সেই অধিকার ফিরে আনতে প্রবাসীদের এক হয়ে কাজ করতে হবে। আগামী নির্বাচনে সবাই নিজ নিজ এলাকায় প্রত্যেককের ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের কাছে ভোট চাইতে হবে।
বিষয়: #আলহাজ্ব #উদ্দিন #এমপি #কাদের #গিয়াস #চৌধুরী #জননেতা #লন্ডন #সাবেক




চ্যানেল এস টেলিভিশনের ২১তম জন্মদিনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অংশগ্রহণ
লন্ডনে বিজয় দিবস উদযাপন: দুই বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ইউকে
ব্রঙ্কসে বাউলিয়ানা গানের আসর,মুগ্ধ হলেন প্রবাসীরা।
বৃটেনের লুটনে ইউনিটি অব মৌলভীবাজার এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত
নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত।
কমরেড শ্রীকান্ত দাশ’র ষোলতম প্রয়াণদিবস উপলক্ষেভার্চুয়াল “স্মরণসভা”
