

রবিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » মৌলভীবাজার » মৌলভীবাজার কবিমঞ্চ পত্রিকার পূজা সংখ্যার ১৯তম বর্ষপূর্তী অনুষ্টান
মৌলভীবাজার কবিমঞ্চ পত্রিকার পূজা সংখ্যার ১৯তম বর্ষপূর্তী অনুষ্টান
জিতু তালুকদার, মৌলভীবাজার:
মৌলভীবাজারে কবিমঞ্চ সাহিত্য পত্রিকার পূজা সংখ্যার ১৯তম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন, গুণীজন সংবর্ধক ও কবিমঞ্চ অ্যাওয়ার্ড প্রদান, আলোচনা সভা, কবিতা পাঠ,মোড়ক উন্মোচন অনুষ্টিত হয়।
২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ ঘটিকায় সৈয়দ মুজতবা আলী মিলনায়তন, পাবলিক লাইব্রেরি মৌলভীবাজার। কবি শিব প্রসন্ন ভট্টাচার্য্যরে সভাপতিত্বে ও সৃষ্টি ভট্টাচার্য্যরে সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ও বাসস জেলা প্রতিনিধি, ডাঃ ছাদিক আহমদ, সংবর্ধিত অতিথি হিসেবে ছিলেন অ্যাড. সুনীল কুমার দাশ, রসময় সূত্রধর, পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আব্দুল অদুদ, লেখক গবেষক সৈয়দ কামাল আহমেদ বাবু ও কবিমঞ্চের সম্পাদক পুলক কান্তি ধর। অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন, শিক্ষায় ধীরাজ ভট্টাচার্য্য দুলাল, সংগীতে সাইফুল্লাহ খাঁন, কবিতায় অঞ্জন ভৌমিক, মুজাহিদ আহমদ, পলাশ দেবনাথ, গোপাল চক্রবর্তী, মিনারা আজমী, কমলা কান্ত রাজভর, নৃত্যে বন্দনা দাস, প্রাপ্ত দেব প্রীতম। বক্তব্য রাখেন নাট্যজন রুহেল আহমেদ, লেখক মুহিদুর রহমান, নির্বেন্দু নির্ধুত, শিক্ষিকা তাসনিম চৌধুরী বিথী , কবিতা পাঠ করেন, মুক্তা সরকার, শুভ্রা দাস, সুমন দাশগুপ্ত, রিয়ান দাস, সপ্তশ্রী ভট্টাচার্য্য।
বিষয়: #কবিমঞ্চ #পত্রিকা #পূজা #মৌলভীবাজার #সংখ্যা