শুক্রবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » যুক্তরাজ্যের কার্ডিফে এক খ্রিস্টান নারীর ইসলাম ধর্ম গ্রহণ
যুক্তরাজ্যের কার্ডিফে এক খ্রিস্টান নারীর ইসলাম ধর্ম গ্রহণ
মোজাম্মেল আলী,কার্ডিফ, ইউকে:
![]()
গত ১৬’ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার  রিপাবলিক অফ আয়্যারল্যান্ড এর এক খ্রিষ্টান “ক্ল্যারা জেইন বানেট” নামে এক যুবতী নারী কার্ডিফ (ইউ.কে) জালালীয়া মসজিদের ইমাম ও খতীব মাওলানা আব্দুল মুকতাদির কাছে শাহাদাহ্ পড়ে ইসলাম গ্রহন করেন। তার পাশেই চেয়ারে উপবিষ্ট ছিলেন তার মাতা মেরী এ্যান ব্যানাট।
এসময় আরো উপস্হিত ছিলেন উক্ত মসজিদের সাবেক ট্রাস্টি ও সাবেক সেক্রেটারী, বাংলাদেশ এসোসিয়েশন এর সেক্রেটারী মোহাম্মদ হারুন তালুকদার, কমিউনিটি মুরব্বী আলহাজ্ব সাজ্জাদ মিয়া, জালালীয়া মসজিদের সেকেন্ড ইমাম হাফিজ জালাল উদ্দিন, সাফা ট্রাভেলস (কার্ডিফ) এর পরচালক মোঃ আব্দুর রহিম জালাল, অত্র মসজিদের মুসল্লি মোঃ ফারুক মিয়া ও মো সুয়েজ মিয়া প্রমূখ ব্যক্তিবর্গ।
প্রকাশ থাকে যে, উক্ত নারী ইসলাম ধর্ম গ্রহন করে  “আয়েশা” নতুন নাম ধারন করেন। এছাড়াও খুশির ব্যাপার হচ্ছে ততক্ষনাৎ একই বৈঠকে  স্টুডেন্ট ভিসায় ইউকে’তে আগত  বাংলাদেশের কুমিল্লা দাউদকান্দি সাটপাড়ার জাহিদুল ইসলামের পুত্র মোঃ রুমন সরকার এর সাথে বিবাহ অনুষ্টিত হয়।
বিষয়: #ইসলাম #এক #কার্ডিফে #খ্রিস্টান #গ্রহণ #ধর্ম #নারী
      
      
      



    আল্লামা মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলীর বৃটেনের  কার্ডিফে দাওয়াতি সফর সফল ভাবে সম্পন্ন    
    লন্ডনে সাবেক এমপি জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী-কে বিশাল সংবর্ধনা প্রদান    
    বিশ্বে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের ড. ওয়ালী তাসার উদ্দিন এমবিই,ডিবিএ,জেপি    
    লন্ডনে “আজ বাংলাদেশের জন্য মার্চ”: হাজারো প্রবাসীর বিক্ষোভ সমাবেশ    
    লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবের বর্ণাঢ্য উদ্বোধন    
  