

রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » ব্রঙ্কসে এসেম্বলি ডিস্ট্রিক্ট-৮৭ তিন বাংলাদেশী প্রার্থীর মতবিনিময়।
ব্রঙ্কসে এসেম্বলি ডিস্ট্রিক্ট-৮৭ তিন বাংলাদেশী প্রার্থীর মতবিনিময়।
শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥
নিউইয়র্ক স্টেট এসেম্বলির ডিস্ট্রিক্ট-৮৭ আসনে আগামী নির্বাচনে তিন বাংলাদেশী প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৩শে আগষ্ট ব্রঙ্কসের স্ট্রালিং বাংলাবাজারের মামুন টিউটিরিয়ালে অনুষ্ঠিত হয়।এসেম্বলি তিন বাংলাদেশী প্রার্থী জাকির চৌধুরী,জামাল হোসেন ও ইমরান শাহ রন।অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে আয়োজিত সভার শুরুতে দোয়া মুনাজাত করা হয়।রেজা আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ এন মজুমদার,জাকির এইচ চৌধুরী,আব্দুল মুহিত,জুনেদ চৌধুরী,মাহবুব আলম,সিরাজ উদ্দিন সোহাগ,আলমাস আলী,মাসুদ হোসেন,সারওয়ার চৌধুরী,বিলাল উদ্দিন,রিয়াজ উদ্দিন কামরান,কপিল উদ্দিন চৌধুরী প্রমূখ।
উপস্থিত ছিলেন শেখ শফিকুর রহমান,খলিলুর রহমান,শাহীন কামালী,হেদায়েত চৌধুরী সহ অন্যান্যরা।
সভায় সিদ্ধান্ত করা হয় আলোচনার মাধ্যমে তিন জন থেকে বাংলাদেশী একজন প্রার্থীকে মূল নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার লক্ষে মনোনিত করার জন্য।
উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি প্রার্থী মনোনয়ন কমিটি গঠিত হয়েছে।যারা সব প্রক্রিয়া সম্পন্ন করে নির্বাচনের জন্য উপযুক্ত প্রার্থীকে নির্ধারন করবেন।
সবশেষে উপস্থিত সকলকে নৈশ্যভোজে আপ্যায়ন করা হয়।
বিষয়: #এসেম্বলি #ডিস্ট্রিক্ট #ব্রঙ্কস

