শনিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » রাজশাহী » আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত বিজয়ী হলে শিক্ষকরাই বেশি সুবিধা পাবে–অধ্যাপক এ বি এম ফজলুল করিম
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত বিজয়ী হলে শিক্ষকরাই বেশি সুবিধা পাবে–অধ্যাপক এ বি এম ফজলুল করিম
![]()
মোফাজ্জল হোসেন, জয়পুরহাট:
বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারী অধ্যাপক এ বি এম ফজলুল করিম বলেছেন, আগামী সংসদ নির্বাচনে জামায়াতকে বিজয়ী হলে সর্ব প্রথম শিক্ষানীতি পরিবর্তন করা হবে সেখানে শিক্ষকরাই বেশি সুবিধা পাবে। ইসলামী নৈতিকতা ও শিক্ষকদের নৈতিক মানউন্নয়নের কাজ করা হবে। গোটা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে শিক্ষকদেরকে ইসলামী নৈতিকতা সম্পূর্ণ করে গড়ে তুলে শিক্ষার দৃশ্যমান উন্নয়ন করা হবে। এ জন্য ফেডারেশনের কার্যক্রমকে গতিশীল করে শিক্ষকদের নায্য অধিকার আদায়ে রাজপথে প্রয়োজনীয় লাড়াই সংগ্রামের জন্য প্রস্তুত হতে হবে। তিনি আরো বলেন, সকল নন-এমপিও ইবতেদায়ী শিক্ষা প্রতিষ্ঠানকে দ্রুত এমপিও করার বিষয়ে ফেডারেশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট যোগাযোগ অব্যাহত আছে। আশা করছি নির্বাচনের আগেই এমপিওভুক্ত হতে পারে। বেসরকারী শিক্ষকদের শতভাগ বোনাস, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতাসহ অন্যান্য সুবিধা আদায়েও ফেডারেশন কাজ করছে।
তিনি শনিবার বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার আয়োজনে স্থানীয় স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে জেলা শিক্ষক প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।
ফেডারেশনের জেলা সভাপতি সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য দেন আর্দশ শিক্ষক ফেডারেশনের বগুড়া অঞ্চলের উপদেষ্টা অধ্যাপক আব্দুর রহিম, আর্দশ শিক্ষক ফেডারেশনের জেলা প্রধান উপদেষ্টা ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ, আর্দশ শিক্ষক ফেডারেশনের সহকারী সেক্রেটারী ও পাঁচবিবি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম, এডুকেশন সোসাইটির সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা এমদাদুল হক।
ফেডারেশনের জেলা সেক্রেটারী অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন হানাইল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: আব্দুল হাকিম, মাদ্রাসা বিভাগের জেলা সভাপতি প্রভাষক মাও: মাহমুদুল ইসলাম, শহর সভাপতি মাও: আব্দুর রহিম, সদর সভাপতি সাইফুল ইসলাম, পাঁচবিবি উপজেলা সভাপতি প্রধান শিক্ষক আবুল বাশার, কলেজ শাখার অধ্যাপক নজরুল ইসলাম, প্রাথমিক শাখার প্রধান শিক্ষক আসাদুজ্জামান মুকুল, ক্ষেতলাল উপজেলার মিজানুর রহমান, কিন্ডার গার্টেন শাখার আবু সুফিয়ান মুক্তার প্রমুখ।
বিশেষ অতিথি’র বক্তব্যে আর্দশ শিক্ষক ফেডারশনের বগুড়া অঞ্চলের উপদেষ্টা অধ্যাপক আব্দুর রহিম বলেন, সঙ্গীত শিক্ষক নিয়োগ না দিয়ে ধর্মীয় শিক্ষক দিতে হবে। বেসরকারী শিক্ষকদের অবসরকালীন সুযাগ-সুবিধা আদায়ের ব্যবস্থাও করা হবে। এসএসসি, এইচএসসি, স্নাতক ইত্যাদির পাশাপাশি সমমান না হলে সরাসরি দাখিল, আলিম, ফাজিল, কামিল বলতে হবে।
বিষয়: #করিম #জামায়াত #নির্বাচন #ফজলুল #শিক্ষক




জয়পুরহাটে জামায়াতে যোগদান করলেন বিএনপি’র অর্ধশতাধিক কর্মী-সমর্থক
শিবগঞ্জে তিনদিনব্যাপি নারী উদ্যোক্তা মেলা শুরু
শিবগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত
শিবগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী-পথসভা
সাংবাদিকদের সাথে জয়পুরহাট শহর পেশাজিবী শাখার মতবিনিময় সভা
দিনাজপুরে ফুলবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
জয়পুরহাটে ব্র্যাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান
জয়পুরহাটে জামায়াতের উদ্যোগে জেলা প্রশাসক নিকট প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান
বিএফএ জয়পুরহাট জেলা ইউনিটের সভাপতি রওনকুল, সম্পাদক মিনহাজুল নির্বাচিত
পাঁচ দফা দাবি আদায়ের লক্ষে জয়পুরহাটে জামায়াতের গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
