

মঙ্গলবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » লন্ডনে “আজ বাংলাদেশের জন্য মার্চ”: হাজারো প্রবাসীর বিক্ষোভ সমাবেশ
লন্ডনে “আজ বাংলাদেশের জন্য মার্চ”: হাজারো প্রবাসীর বিক্ষোভ সমাবেশ
লন্ডন থেকে আজিজুল আম্বিয়া::
লন্ডনের ট্রাফালগার স্কয়ারে সমবেত হয়ে হাউজ অব কমন্স পর্যন্ত প্রবাসী বাংলাদেশিদের স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল রাস্তাঘাট। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় প্রায় ৭ হাজার মানুষ যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত “আজ বাংলাদেশের জন্য মার্চ”-এ অংশ নেন।
প্রথমে ট্রাফালগার স্কয়ারে সমাবেশ শেষে বর্ণাঢ্য মিছিল হাউজ অব কমন্সের সামনে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা “ইউনুস হটাও, দেশ বাঁচাও” স্লোগানে মুখরিত করে তোলেন গোটা এলাকা। মিছিল শেষে হাউজ অব কমন্সের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্জ জালাল উদ্দিন। পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী, সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বাংলাদেশ এখন অবৈধ ইউনুস সরকারের দমননীতির শিকার। কিন্তু তার বিদায় ঘণ্টা বেজে গেছে। জনগণ আর তাকে মেনে নেবে না। তারা প্রবাসীদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও ধর্মনিরপেক্ষ চেতনা রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।
হাজারো মানুষের অংশগ্রহণে আয়োজিত এই মিছিলে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত প্রবাসীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পুলিশের উপস্থিতি থাকলেও বিশাল জনসমাগম সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে হিমশিম খেতে হয়।
???? সমাবেশ শেষে নেতৃবৃন্দ ঘোষণা দেন, গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধারের এই আন্দোলন অব্যাহত থাকবে, যতদিন না বাংলাদেশের জনগণের জয় নিশ্চিত হয়।
বিষয়: #আজ #জন্য #বাংলাদেশ #মার্চ #লন্ডন