

রবিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ছাতকে যৌথ বাহিনীর অভিযানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অস্ত্রসহ গ্রেপ্তার।
ছাতকে যৌথ বাহিনীর অভিযানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অস্ত্রসহ গ্রেপ্তার।
ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি::
ছাতকে যৌথ বাহিনীর অভিযানে দক্ষিণ খুরমা ইউনিয়নের খুরমা গ্রামের চিহিৃত সন্ত্রাসী দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আব্দুল খালিকের তার বাড়ি থেকে একটি দেশীয় রিভলবার একটি পাইপগান,২টি কার্তুজ,৭টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গত শনিবার দুপুরে আসামী আব্দুল খালিককে নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। আদালত তার জামিন নামঞ্ছুর করে জেল হাজতে প্রেরন করা হয়।
গত শুত্রুবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার বাড়ির একটি খড়ের ঘর থেকে দেশি এসব অস্ত্র উদ্ধার করেছে বলে পুলিশ নিশ্চিত করেন। সে উপজেলার দক্ষিন খুরমা ইউপির খুরমা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
যৌথবাহিনীর অভিযান গ্রেপ্তার অস্ত্র উদ্ধারের সময় ছাতক থানার এসআই সৈয়দ গোলাম সারোয়ার ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়,১৯৯৯ সালে সাবেক আওয়ামীলীগের সরকারের সাবেক এমপি মুহিবুর রহমান মানিকের উপজেলার দক্ষিন খুরমা ইউপির খুরমা গ্রামে সংম্বধনা সভায় প্রকাশ্যে হত্যা করা প্রচেষ্টায় খালিকের নেতৃত্বে বন্ধুক দিয়ে গুলাগুলি করেছিল। এসময় আওয়ামীলীগের নেতাকমীরা সহ অধশতাধিক লোকজন গুলিবিদ্ধ হন। এছাড়া ও তার বিরুদ্ধে প্রবাসীদের জায়গা বাড়ি ঘর অস্ত্রের ভয় দেখিয়ে জোরপুবক দখল করে নেন। এলাকার চিহিৃত সন্ত্রাসী হিসাবে পরিচিত রয়েছে। তার নানা অত্যাচারে,নানা শ্রেনীর মানুষ অতিষ্ট হয়েছে। এব্যাপারে থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম খান এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে তার বাড়ি থেকে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী।##
বিষয়: #অভিযান #অস্ত্রসহ #আওয়ামী #গ্রেপ্তার #ছাতক #বাহিনী #যৌথ #লীগ #সম্পাদক #সাধারণ