

বৃহস্পতিবার ● ২৪ জুলাই ২০২৫
প্রথম পাতা » বিশেষ » ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় পর্ব শুরুঃ লক্ষ্য বাংলাদেশী ঐতিহ্য সংরক্ষণ বিশেষজ্ঞদের দক্ষতা বৃদ্ধি
ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় পর্ব শুরুঃ লক্ষ্য বাংলাদেশী ঐতিহ্য সংরক্ষণ বিশেষজ্ঞদের দক্ষতা বৃদ্ধি
সৈয়দ মিজান
ঢাকা, ২৪ জুলাই ২০২৫ – ব্রিটিশ কাউন্সিল, বরেন্দ্র গবেষণা জাদুঘর, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের ডারহ্যাম বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। যুক্তরাজ্য সরকারের আন্তর্জাতিক সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষার উদ্যোগ ‘কালচারাল প্রটেকশন ফান্ড’-এর অর্থায়নে পরিচালিত এই প্রকল্পটি বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণ বিশেষজ্ঞদের দক্ষতা বৃদ্ধিতে এবং দেশের সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক সম্পদ সুরক্ষায় তাদের সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।
২০২৪ সালের নভেম্বরে শুরু হওয়া প্রথম পর্বের সাফল্যের ধারাবাহিকতায়, এই দ্বিতীয় পর্বের উদ্বোধনী অনুষ্ঠান গত শুক্রবার ১৮ জুলাই অনুষ্ঠিত হয়। অনলাইনে অনুষ্ঠিত এই আয়োজনে প্রশিক্ষণ বিশেষজ্ঞ দল, কালচারাল প্রটেকশন ফান্ড, ব্রিটিশ কাউন্সিল, বরেন্দ্র গবেষণা জাদুঘর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন।
প্রকল্পটির প্রথম পর্বের প্রশিক্ষণে ঐতিহ্যবাহী বস্তু সংগ্রহ, সংরক্ষণ, ডিজিটাল ডকুমেন্টেশন এবং লোক ঐতিহ্য সুরক্ষার মত মৌলিক বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। এবারের পর্বে স্থানীয় ঐতিহ্য সংরক্ষণ বিশেষজ্ঞদের দক্ষতা বৃদ্ধি ও সক্ষমতা তৈরিতে জোর দেওয়া হবে যেন তারা জাতীয় এবং লোকজ ঐতিহ্য সংরক্ষণে আরও কার্যকরী ভূমিকা রাখতে পারেন এবং এ সংক্রান্ত যে কোনো উদ্যোগে বিশ্বব্যাপী কাজ করার এবং নেটওয়ার্ক গঠন করার সক্ষমতা বৃদ্ধি করতে পারেন। এই প্রশিক্ষণ কর্মসূচিটি মূলত অনলাইনে অনুষ্ঠিত হবে। তবে এই বছরের শেষে ডারহ্যাম বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ প্রশিক্ষণ দল বাংলাদেশে এসে হাতে-কলমেও প্রশিক্ষণ নেবেন। এই প্রশিক্ষণ দলে রয়েছেন - প্রফেসর রবিন এন্ড্রু কনিংঅ্যাম, ড. এমিলি অ্যালডেন উইলিয়ামস, প্রফেসর মার্ক জেমস ম্যানুয়েল এবং ড. ক্রিস্টোফার এডওয়ার্ড ডেভিস। বাংলাদেশের পক্ষ থেকে প্রশিক্ষণ দলে রয়েছেন প্রফেসর শাহনাজ হুসনে জাহান, যিনি সেন্টার ফর আর্কিওলজিক্যাল স্টাডিজ-এর প্রতিষ্ঠাতা পরিচালক এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর জেনারেল এডুকেশন প্রোগ্রাম (জিইডি)-এর অধ্যাপক ও বিভাগীয় প্রধান।
ব্রিটিশ কাউন্সিলের বাংলাদেশস্থ প্রোগ্রামস ডিরেক্টর ডেভিড নক্স বলেছেন, ‘বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রশিক্ষণ কর্মসূচির এই দ্বিতীয় পর্ব বাংলাদেশের অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ব্রিটিশ কাউন্সিলের গভীর অঙ্গীকারকে তুলে ধরে। স্থানীয় বিশেষজ্ঞদের সক্ষমতায় বিনিয়োগের মাধ্যমে আমরা নিশ্চিত করতে বদ্ধপরিকর যে এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সম্পদগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুরক্ষিত থাকবে এবং টুরিজম খাতের উন্নয়নে ভূমিকা রাখবে। ‘
উদ্বোধনী আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ হাসান নাকীব, ব্রিটিশ কাউন্সিলের কালচারাল প্রটেকশন ফান্ড উদ্যোগকে ধন্যবাদ জানান। একই সাথে, ইউনেস্কো চেয়ার এবং অন্যান্য প্রকল্প বাস্তবায়নকারীদের এই গুরুত্বপূর্ণ জাতীয় ঐতিহ্য সুরক্ষায় প্রচেষ্টার প্রশংসা করেন। সর্বশেষে, এ ধরনের অর্থবহ উদ্যোগের মাধ্যমে ডারহ্যাম বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
কালচারাল প্রটেকশন ফান্ড ব্রিটিশ কাউন্সিলের নেতৃত্বে যুক্তরাজ্য সরকারের ডিজিটাল, কালচার, মিডিয়া এবং স্পোর্ট বিষয়ক মন্রণালয় (ডিসিএমএস) এর সাথে অংশীদারিত্বে পরিচালিত হয়। এর প্রধান কাজ হলো সংঘাত এবং/অথবা জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা স্থাবর এবং অস্থাবর সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষা করা এবং টেকসই সামাজিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখা।
ওয়েবসাইটের জন্য:
কালচারাল প্রটেকশন ফান্ড ব্রিটিশ কাউন্সিলের নেতৃত্বে যুক্তরাজ্য সরকারের ডিজিটাল, কালচার, মিডিয়া এবং স্পোর্ট বিষয়ক মন্রণালয় (ডিসিএমএস) এর সাথে অংশীদারিত্বে পরিচালিত হয়। এর প্রধান কাজ হলো সংঘাত এবং/অথবা জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা স্থাবর এবং অস্থাবর সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষা করা এবং টেকসই সামাজিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখা।
কালচারাল প্রটেকশন ফান্ড সম্পর্কে আরও জানতে, এখানে ক্লিক করুন: https://cultural-protection-fund.britishcouncil.org/about
বিষয়: #উদ্যোগ #কাউন্সিল #গবেষণা #জাদুঘর #প্রশিক্ষণ #বরেন্দ্র #ব্রিটিশ