

মঙ্গলবার ● ২২ জুলাই ২০২৫
প্রথম পাতা » বিশেষ » লন্ডনে ইউকে আওয়ামী যুবলীগের প্রতিবাদ সমাবেশে কেন্দ্রীয় নেতাদের জোরালো বক্তব্য
লন্ডনে ইউকে আওয়ামী যুবলীগের প্রতিবাদ সমাবেশে কেন্দ্রীয় নেতাদের জোরালো বক্তব্য
লন্ডন থেকে আজিজুল আম্বিয়া ::
বাংলাদেশের গোপালগঞ্জে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর সেনাবাহিনী ও পুলিশের গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ইউকে আওয়ামী যুবলীগ। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে, যেখানে বিপুলসংখ্যক প্রবাসী বাঙালি নেতাকর্মী উপস্থিত ছিলেন।
???? বক্তব্য রাখেন:
• আব্দুর রহমান – সভাপতিমণ্ডলীর সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ
• খালেদ মাহমুদ চৌধুরী – সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ
• আবু সাঈদ আল মাহমুদ স্বপন – জাতীয় সংসদের হুইপ
• আনোয়ারুজ্জামান চৌধুরী – সাবেক মেয়র
• রনজিৎ দাস – সাবেক সংসদ সদস্য
• আলহাজ্জ জালাল উদ্দিন – সহ-সভাপতি, যুক্তরাজ্য আওয়ামী লীগ
• সৈয়দ সাজিদুর রহমান ফারুক – সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য আওয়ামী লীগ
• মুসফিক জায়গীরদার ও নজমুল হোসেন – যুবলীগ নেতা
নেতৃবৃন্দ বলেন,
“গোপালগঞ্জে পরিকল্পিতভাবে সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনা বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।”
তাঁরা আরও বলেন, দেশের অভ্যন্তরে যারা অন্যায়ের প্রতিবাদ করতে পারছে না, প্রবাসী বাঙালিরা তাদের পক্ষ থেকে আন্তর্জাতিক অঙ্গনে এই বার্তা পৌঁছে দিচ্ছে— বাংলাদেশে নিপীড়নের রাজনীতি আর চলবে না।
সমাবেশে সভাপতিত্ব করেন ইউকে আওয়ামী যুবলীগের সভাপতি, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম খান ও জামাল আহমদ খান। বক্তারা প্রবাসী কমিউনিটির ঐক্য ও সচেতনতাকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে আরও সংগঠিত হয়ে দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান।
সমাবেশ শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং নেতৃবৃন্দ আরও বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন।
বিষয়: #আওয়ামী #ইউকে #প্রতিবাদ #যুবলীগ #লন্ডন