

বুধবার ● ২৩ জুলাই ২০২৫
প্রথম পাতা » খুলনা » দৌলতপুরে আল্লারদর্গা বাজার সংলগ্ন অক্সোফোর্ড গলির ৫শ’ মিটার রাস্তা সংস্কার খুবিই জরুরী
দৌলতপুরে আল্লারদর্গা বাজার সংলগ্ন অক্সোফোর্ড গলির ৫শ’ মিটার রাস্তা সংস্কার খুবিই জরুরী
খন্দকার জালাল উদ্দীন :
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শিল্পনগরী নামে খ্যাত আল্লারদর্গা বাজার সংলগ্ন অক্সোফোর্ড গলির ৫শ’ মিটার রাস্তা সংস্কার খুবিই জরুরী হয়ে পড়েছে। বর্ষা এলেই ছয় মাস হাঁটু পানি আর কাঁদার নিচে ডুবে থাকে।
পাঁচ শতাধিক স্কুলপড়ুয়া শিশু প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করে, রোগী ও সাধারণ যাত্রীরা রয়েছে ঝুঁকিতে, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর।
এলাকার সড়কটি দৌলতপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের যানজট কমাতে বিকল্প পথ হিসেবে পরিচিত, গাড়ী চলাচলের চাপ রয়েছে সড়কটিতে, কারণ সড়কের দুই ধারে রয়েছে একটি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, বে-সরকারি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রতিদিন স্কুলপড়ুয়া শিশু, রোগী-স্বজন ও দোকানদারদের জীবনর ঝুঁকি নিয়ে চলতে হয়। বর্তমানে সড়কটি কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
এই সড়কে খানা-খন্দক হয়ে যাওয়ায় দুর্ঘটনা যেন নিত্যদিনের খবর, স্থানীয়দের ভাষ্যমতে, পানিতে জমে থাকা অসংখ্য গর্তের কারণে “প্রতিদিন গড়ে দুটি করে অটো রিক্সা-ভ্যান উল্টে যায়” মটর সাইকেল-বাই সাইকেল থেকে মানুষ পানিতে পড়ে যায়।
ক্লিনিক মালিক মো. আব্দুল মজিদ বিশ্বাস জানান, গত মাসে পঞ্চম শ্রেণির ছাত্রী স্কুলে যেতে গিয়ে কাদা-পানিতে পড়ে হাতের হাড়ে চিড় ধরেছে, এক সপ্তাহ আগে গর্ভবতী এক নারীকে অনেক কষ্ট করে বিকল্প ব্যবস্থায় ক্লিনিকে নেওয়া হয়েছে, অ্যাম্বুলেন্স ঢুকতেই পারেনি।
শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে উপস্থিতি কমছে,আল্লারদর্গা অক্সফোর্ড মডেল স্কুলের প্রধান জানায়, “বর্ষাকালে প্রতিদিন ৩০-৩৫ শতাংশ ছাত্র-ছাত্রী অনুপস্থিত থাকে। পিতা-মাতারা শিশুদের পানির উপর দিয়ে পাঠাতে ভয় পান।” মাদ্রাসার অধ্যক্ষ বলেন “বড় কোনো দুর্ঘটনা ঘটলে এর দায় নেবে কে?” অর্থনীতির ক্ষতি ও যানজটের বোঝা সড়কটি সচল থাকলে প্রতিদিন ৪/৫ হাজার মানুষ ও পণ্যবাহী ভ্যান-ট্রলি মূল মহাসড়কের চাপ কমিয়ে আল্লারদর্গা বাজারের ভিতর দিয়ে দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারে। কিন্তু এখন পণ্য সরবরাহ ব্যাহত হচ্ছে। অন্যদিকে মহাসড়কে যানজট লেগেই থাকে, যা কুষ্টিয়ার জেলা শহরে যাতায়াতে পর্যন্ত প্রভাব ফেলছে।
এলাকার সূধি মন্ডলী ও শিক্ষিত-ছাত্র জনতা জানায়, দীর্ঘমেয়াদে টেকসই সমাধানের জন্য সড়কটি উঁচু করে আরসিসি ড্রেনেজ ব্যবস্থা করা জরুরি। “ নয়তো শুধু খোয়া-বালি ফেলে মেরামত করলে অল্প দিনের মধ্যেই আবার ডুবে যাবে।
শিশু-রোগী-শ্রমজীবী মানুষের জীবন ও জীবিকা অনেকাংশে নির্ভর করে এ সড়কটির উপর। বিষয়টি যথাযথ কর্র্তৃপক্ষের সৃষ্টি আর্কশন করছে এলাকাবাসী।
বিষয়: #দৌলতপুরে আল্লারদর্গা বাজার সংলগ্ন অক্সোফোর্ড গলির ৫শ’ ম