বুধবার ● ১৬ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আইন আদালত » ইলিশ রক্ষায় জলসীমায় কোস্টগার্ডের একাধিক জাহাজ মোতায়েন রয়েছে
ইলিশ রক্ষায় জলসীমায় কোস্টগার্ডের একাধিক জাহাজ মোতায়েন রয়েছে
মনির হোসেন, মোংলা
বাংলাদেশ কোস্টগার্ড কর্মকর্তা কমান্ডার মোহাম্মদ রাশেদুল করিম বলেছেন, বাংলাদেশের জলসীমায় পার্শ্ববর্তী দেশের জেলেরা এসে যাতে মৎস্য আহরণ না করতে পারে সেজন্য কোস্টগার্ডের একাধিক জাহাজ মোতায়েন রয়েছে। জলসীমায় ভিনদেশি ফিশিং ট্রলার দেখামাত্র কোস্টগার্ড তাদের প্রতিরোধ করছে। ইলিশ সংরক্ষণ মৌসুম ছাড়াও বছরের বাকী পুরো সময় ধরেই ভিনদেশি জেলেদের আগ্রাসন রোধে কাজ করে আসছে কোস্টগার্ড। যার ফলে বিগত বছরগুলোর বিভিন্ন সময়ে এদেশের সমুদ্রসীমা থেকে ভিনদেশিদের আটকসহ তাদের নিজ জলসীমায় ফেরত পাঠানো হয়।
১৫ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২টায় কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে কমান্ডার মোহাম্মদ রাশেদুল করিম আরো বলেন, মাননীয় নৌবাহিনী প্রধান এবং কোস্টগার্ড বাহিনীর মহাপরিচালক স্যারের নির্দেশে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর মোট ২২ দিন দেশের জাতীয় সম্পদ ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২৪ বাস্তবায়নে দেশীয় জলসীমাসহ বিভিন্ন অভয়াশ্রম এলাকায় নৌবাহিনী এবং কোস্টগার্ডের একাধিক জাহাজ এবং অন্যান্য নৌযানসমূহ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের উদ্দেশ্যে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ মোতাবেক ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারাদেশে ইলিশের আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। এ উপলক্ষ্যে “মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২৪” পরিচালনায় তৎপর ভূমিকা পালন করছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন। জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, পোস্টারিং, মাইকিংসহ নানাভাবে প্রচারণা চালিয়ে সচেতন করছে কোস্টগার্ড পশ্চিম জোন।
ক্যাপশন-
মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষ্যে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কোস্টগার্ড কর্মকর্তা কমান্ডার মোহাম্মদ রাশেদুল করিম।
বিষয়: #ইলিশ #রক্ষা