

সোমবার ● ১৪ জুলাই ২০২৫
প্রথম পাতা » বিশ্ব » মুম্বাই বিমানবন্দরে পার্ক করা উড়োজাহাজে কার্গো ট্রাকের ধাক্কা
মুম্বাই বিমানবন্দরে পার্ক করা উড়োজাহাজে কার্গো ট্রাকের ধাক্কা
আন্তর্জাতিক ডেস্ক::
মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পার্ক করা আকাসা এয়ারের একটি বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাজে ধাক্কা মেরেছে একটি কার্গো ট্রাক। সোমবার (১৪ জুলাই) বিকেলে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে তড়িঘড়ি তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জানা গেছে, সোমবার বিকেলে বেঙ্গালুরু থেকে আসা প্লেনটি মুম্বাইতে অবতরণ করে ও নির্ধারিত গেটে সেটিকে পার্ক করা হয়। এর কিছুক্ষণ পরে তৃতীয় পক্ষের পরিচালিত একটি গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিসের কার্গো ট্রাক উড়োজাহাজটিকে আঘাত করে।
আকাসা এয়ারের পক্ষ থেকে জানানো হয়েছে, মুম্বাই বিমানবন্দরে পার্ক করে রাখা অবস্থায় একটি তৃতীয় পক্ষের পরিচালিত কার্গো ট্রাক প্লেনে ধাক্কা দেয়। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছি ও সেই গ্রাউন্ড হ্যান্ডলার প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।
এদিকে, এ ঘটনায় ক্ষয়ক্ষতির মাত্রা এখনো নির্দিষ্টভাবে জানা যায়নি। বিষয়টি পর্যালোচনার জন্য বিস্তারিত প্রযুক্তিগত পরিদর্শন চালানো হচ্ছে। সূত্রের খবর, প্লেনটি তখন সম্পূর্ণভাবে স্থির ছিল ও গেটের কাছে পার্ক করা ছিল। ফলে এই ঘটনার পর বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
আকাসা এয়ার জানিয়েছে, তারা ওই তৃতীয় পক্ষের সংস্থার সঙ্গে যৌথভাবে তদন্ত চালাচ্ছে। এয়ারলাইন্স কর্তৃপক্ষের ভাষ্য, আমরা একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। যাত্রী ও প্লেনের নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার। ফ্লাইটটি আবার চালু করার আগে এতে কোনো কাঠামোগত বা প্রযুক্তিগত সমস্যা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
বিষয়: #উড়োজাহাজে #করা #কার্গো #ট্রাকের #ধাক্কা #পার্ক #বিমানবন্দরে #মুম্বাই