

বুধবার ● ৯ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » যুদ্ধাপরাধী আজহারের মুক্তির প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ সমাবেশ
যুদ্ধাপরাধী আজহারের মুক্তির প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ সমাবেশ
লন্ডন প্রতিনিধি: আজিজুল আম্বিয়া::
বাংলাদেশি যুদ্ধাপরাধী আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদে যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হলো এক জোরালো বিক্ষোভ সমাবেশ। পূর্ব লন্ডনের ঐতিহাসিক অলতাব আলী পার্কের শহীদ মিনারে আয়োজিত এই সমাবেশে অংশ নেন যুক্তরাজ্যপ্রবাসী নানা শ্রেণি-পেশার মানুষ। ‘হৃদয়ে ৭১’ (71@Heart) নামে একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত মানুষেরা একত্রিত হন।
সমাবেশের সূচনা হয় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। এরপর গণসঙ্গীত, কবিতা পাঠ ও শক্তিশালী পথনাটকের মাধ্যমে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন রাজাকার আজহারের ঘৃণিত ভূমিকা এবং তার মুক্তি নিয়ে গভীর ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করা হয়।
কবিতা পাঠে অংশে অংশ নেন বিশিষ্ট কবি মুজিবুল হক মনি, মুর্শিদ উদ্দিন আহমদ, গোলাম রসুল, সালমা বেগম প্রমুখ । বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান এই অংশটি পরিচালনা করেন। তাঁদের কণ্ঠে উচ্চারিত প্রতিবাদী কবিতাগুলো যেন সময়কে মনে করিয়ে দেয় সেই রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের কথা, যেখানে আজহারুল ইসলাম ও তার মতো যুদ্ধাপরাধীরা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছিল।
পরে মঞ্চস্থ হয় এক প্রতিবাদী পথনাটক, যার রচনা ও নির্দেশনায় ছিলেন কবি মুজিবুল হক মনি। নাটকে অভিনয় করেন দেওয়ান গৌস সুলতান, শেখ নুরুল ইসলাম, সামসুদ্দিন আহমদ, ফারুক উদ্দিন, অসীমা দে, সামসুল সুমেল, অনামিকা মিটু,
মুর্শিদ উদ্দিন আহমদ প্রমুখ। নাটকের মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হয়— যুদ্ধাপরাধীদের কোনোভাবেই মাফ করা যাবে না, তাদের বিচারের আওতায় আনতেই হবে।
অনুষ্ঠানের প্রধান আয়োজক ও ‘হৃদয়ে ৭১’-এর কর্ণধার গৌস সুলতান বলেন,
“এই প্রতিবাদ এখানেই শেষ নয়। যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ১৯৭১-এর শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।”
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একসঙ্গে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার অঙ্গীকার করেন। তারা বলেন, ইতিহাস বিকৃতির বিরুদ্ধে এবং সত্যের পক্ষে লড়াই চলবেই।
বিষয়: #আজহার #প্রতিবাদ #বিক্ষোভ #মুক্তি #যুদ্ধাপরাধী #লন্ডন #সমাবেশ