

সোমবার ● ১৮ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » নিউইয়র্কে কমলগঞ্জ সোসাইটির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত।
নিউইয়র্কে কমলগঞ্জ সোসাইটির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত।
শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥
নিউইয়র্কে বসবাসরত মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী কমলগঞ্জ উপজেলাবাসীদের মধ্যে একতা ভ্রাতৃত্ব বন্ধনের সেতু নির্মানের লক্ষে গঠিত কমলগঞ্জ প্রবাসীদের সংগঠন কমলগঞ্জ সোসাইটি ইউএসএ ইনকের বার্ষিক বনভোজন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
গত ১৭ই আগষ্ট রবিবার ব্রঙ্কসের ফেরী পয়েন্ট পার্কে শতাধিক মানুষের উপস্তিতে বনভোজনটি কমলগঞ্জবাসীর এক মিলন মেলায় পরিনত হয়।নিউইয়র্ক ও নিউ জার্সির বিভিন্ন এলাকায় বসবাসকারীরা অংশগ্রহন করেন।দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত বনভোজনটি সবার আন্তরিক সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয়।এর আগে সকালে শিশু কিশোর ও নবীন প্রবীন বনভোজনে আগতদের কে সকালের নাস্তায় আপ্যায়ন করা হয়।
সংগঠনের সভাপতি মিয়া মোহাম্মদ আবজালের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মতি লাল দেব রায়ের সঞ্চালনায় আগত অতিথিদের নিয়ে আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে শুভ উদ্ভোধন করেন পিকনিকের গ্রান্ড স্পন্সর তোফায়েল আহমদ চৌধুরী।এ সময় বক্তব্য রাখেন কমলগঞ্জ সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ আব্দুল বাছিত ও ট্রাস্টি বোর্ড সদস্য মোহাম্মদ রহমান ফরিদ।উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম,সাবেক সভাপতি ড. ওয়াজেদ এ খান,প্রবীন সাংবাদিক নাজমুল আহসান,মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান প্রমূখ।
কমলগঞ্জ সোসাইটি ইউএসএ ইনক কমিটির মোহাম্মদ আব্দুস শহীদ,আব্দুস শহীদ,জিতেন্দ্র ভৌমিক,শ্যামল পাল,মঈন উদ্দীন,অনিতা সিনহা,রিপন দেব,সুরন্জিত পাল,রাব্বি হোসেন,সাঈদ আলমগীর,মোহাম্মদ ইউনুস,সিক্তা চক্রবর্তী,সত্যজিত সিনহা,বাহার ভূইয়া,মোহাম্মদ রফিকুর,পিকনিক সাব কমিটি তুহিন খান,সৈয়দ আলমগীর,রিটন সরকার,মহসিন আহমদ,রাহাত মাহিম,মিজান চৌধুরী,সৈয়দ মহিবুল হাসান,বেলাল আহমদ,তানভির চৌধুরী,মুমিন রশিদ।
বনভোজনে সকল বয়সের জন্য খেলাধূলার আয়োজন করা হয়।মূল আকর্ষণ ছিল র্যাফেল ড্র।
দুপুরে মিলন মেলায় অংশগ্রহনকারী সকলকে মধ্যাহ্ন ভোজে আপ্যায়ন করা হয়।
সবশেষে বিভিন্ন খেলাধূলায় অংশগ্রহনকারী ও র্যাফেল ড্রয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বিষয়: #অনুষ্ঠিত #কমলগঞ্জ #নিউইয়র্ক #বনভোজন #বার্ষিক #সোসাইটি