

রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ আর নেই
যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ আর নেই
আজিজুল আম্বিয়া, লন্ডন থেকে ::
লন্ডন, ২৩ আগস্ট ২০২৫ (শনিবার) : যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ জননেতা সুলতান মাহমুদ শরিফ আর নেই। শনিবার ভোর ৩টার দিকে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
সুলতান মাহমুদ শরিফ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। ২০১১ সাল থেকে তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া ১৯৬৯ সালে লন্ডন মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি প্রবাসে থেকে স্বাধীনতার পক্ষে সংগ্রামে বিশেষ ভূমিকা রাখেন।
রাজনৈতিক জীবনে তিনি সর্বদা আপসহীন ছিলেন এবং স্বাধীন বাংলাদেশের প্রশ্নে কখনো আপস করেননি। তার মৃত্যুতে যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনসহ প্রবাসী বাংলাদেশিদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে তিনি দুই মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাজার নামাজের সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে প্রবাসী বাঙালি সমাজে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো।
বিষয়: #আওয়ামী #আর #নেই #মাহমুদ #যুক্তরাজ্য #লীগ #শরিফ #সভাপতি #সুলতান