

রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ছাতকে কলেজ ছাত্রীকে ধর্ষণচেষ্টা, প্রবাসী বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
ছাতকে কলেজ ছাত্রীকে ধর্ষণচেষ্টা, প্রবাসী বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলায় এক কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে যুক্তরাজ্য বিএনপি’র প্রচার সেলের নেতা পরিচয়ধারী মোহাম্মদ তোয়াহিদ সারওয়ার ওরফে তাজ উদ্দিনের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে গত ১১ জুলাই সন্ধ্যায় ছাতকের সিংচাপইড় ইউনিয়নের গহরপুর গ্রামে। অভিযোগে বলা হয়েছে, ওই দিন ভিকটিমের পরিবার বাড়িতে না থাকায় তাজ উদ্দিন সুযোগ বুঝে কলেজপড়ুয়া তরুণীর উপর হামলা চালান এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান।
পরবর্তীতে ভিকটিমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি ইউনিটে ভর্তি করা হয়। এ ঘটনায় ভিকটিমের ছোট ভাই ইমন মিয়া প্রথমে ছাতক থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি বলে অভিযোগ রয়েছে। পরে তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা (পিটিশন নং-১৭৬/২৫) দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সিলেট পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
স্থানীয়রা জানান, তাজ উদ্দিনের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে। নারী নির্যাতন, খুন, অপহরণ, প্রতারণা ও সম্পত্তি দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে তার নাম উঠে এসেছে। এমনকি ১৯৯৪ সালে তিনি যুক্তরাজ্যে এক নাবালিকা অপহরণ ও ধর্ষণ মামলায় সাজা ভোগ করেছিলেন বলেও স্থানীয়দের দাবি। এব্যাপারে মোহাম্মদ তোয়াহিদ সারওয়ার ওরফে তাজ উদ্দিনের ব্যাক্তিগত মোবাইল বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
সিলেট পিবিআই কর্মকর্তা সাইদুর রহমান বলেন, “আদালতের নির্দেশে মামলাটি তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
বিষয়: #কলেজ #ছাতক #ছাত্রী #ধর্ষণচেষ্টা #নেতা #প্রবাসী #বিএনপি #বিরুদ্ধ #মামলা