শুক্রবার ● ২ মে ২০২৫
প্রথম পাতা » খুলনা » ঝিনাইদহ সীমান্তে ফের বিএসএফের গুলি, বাংলাদেশি যুবক আহত
ঝিনাইদহ সীমান্তে ফের বিএসএফের গুলি, বাংলাদেশি যুবক আহত
ঝিনাইদহ প্রতিনিধি::

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এবার বিএসএফের গুলিতে রিয়াজ হোসেন (২২) নামে বাংলাদেশি এক যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ মে) দিনগত রাতে উপজেলার পিপুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ রিয়াজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রিয়াজের পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে রিয়াজ সীমান্ত এলাকায় গেলে ভারতের নদীয়া জেলার ফতেপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি চালায়। এসময় রিয়াজ গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ইমন হোসেন বলেন, রিয়াজের শরীর থেকে ছররা গুলির কিছু অংশ বের করা হয়েছে। তবে একটি গুলি কিডনির পাশ দিয়ে ঢুকে গেছে। প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা না থাকায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, গণমাধ্যমকর্মীদের কাছ থেকে এমন খবর শুনে ঘটনাস্থলে বিজিবির টহলদলকে পাঠানো হয়। কিন্তু তাদের বাড়িতে কাউকে পাওয়া যায়নি। তবে এ ঘটনায় খোঁজখবর নেওয়া হচ্ছে।
বিষয়: #আহত #গুলি #ঝিনাইদহ #ফের #বাংলাদেশি #বিএসএফের #যুবক #সীমান্তে




দৌলতপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
দৌলতপুর আল্লারদর্গায় সততা ক্লিনিকে অভিযান চালিয়ে এক নারী ও পুরুষকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেছে এলাকাবাসী
মোংলায় বিএনপির মাদকবিরোধী আলোচনা সভা
দৌলতপুর মরিচা ইউনিয়নে পদ্মা নদীর ভাঙ্গন চরমে আতংকিত এলাকাবাসী
দৌলতপুরে দুই গ্রুপের সংঘর্ষ বিএনপির পার্টি অফিস ভাঙচুর
শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে নৌবাহিনী-রিয়ার এডমিরাল জাকির হোসেন
শিল্প দূষণে আক্রান্ত পশুর নদী বাঁচাতে মোংলায় মানববন্ধন
মোংলায় ৩৪ মন্দিরের নিরাপত্তায় নৌবাহিনীর টহল
শরণখোলায় কোস্টগার্ডের আয়োজনে তারুণ্যের উৎসবে বিনামূল্যে মেডিকেল ক্যাস্পেইন
দৌলতপুর পিপুলবাড়িয়া মাঠে গাছের গুঁড়ি ফেলে গতিরোধ করে অ্যাম্বুলেন্সে ডাকাতি
