সোমবার ● ১৯ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » খেলা » বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
বজ্রকণ্ঠ :;
জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নব নির্বাচিত পরিচালক হওয়ার পর খেলা বিষয়ক বিভিন্ন মন্তব্য করছেন আসিফ আকবর। এবার তার মন্তব্য, বিপিএল বা জাতীয় ক্রিকেট দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়।
![]()
সোমবার (১৯ জানুয়ারি) সামাজিক মাধ্যমে এ মন্তব্য করেন আসিফ। অনূর্ধ্ব ১৬ জাতীয় ক্রিকেট ২০২৫-২৬-এ শতরান তুলে নেওয়া দুই ক্রিকেটার মিরাজ ও রিংকুর ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন আসিফ।
ওই পোস্টে জাতীয় দল ও বিপিএলের বাইরে দেশের বিভিন্ন ক্রিকেট লীগ ও টূর্নামেন্টে গুরুত্ব আরোপ করেন গায়ক। সেখানে লেখেন, ‘ঢাকা চট্টগ্রাম সিলেট স্টেডিয়ামে ঝলমলে ফ্লাড লাইটের আলোয় অনুষ্ঠিত বিপিএল বা জাতীয় ক্রিকেট দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়। সারা দেশে বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হচ্ছে বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট।
এরপর লেখেন, ‘অনূর্ধ্ব ১৮ জাতীয় ক্রিকেটের জোনাল রাউন্ড শেষ হয়েছে। ২৩ জানুয়ারী থেকে চট্টগ্রাম এবং কক্সবাজারে শুরু হবে ফাইনাল রাউন্ড। চলছে অনুর্ধ্ব ১৬ জাতীয় ক্রিকেটের জোনাল রাউন্ড। খুব দ্রুত শুরু হচ্ছে অনুর্ধ্ব ১৪ জাতীয় এবং প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট। এগুলো ছাড়াও সারা দেশে উৎসবমুখর পরিবেশে চলছে জেলা ক্রিকেট লীগ এবং বিভিন্ন টুর্নামেন্ট।
গায়ক লেখেন, ‘ক্রীড়া সাংবাদিকতা কনটেন্টে রূপান্তরিত হওয়ায় কিশোর তরুণদের এসব খেলা মিডিয়ায় কোনো কোনায় প্রকাশিত হয় না। সংবাদমাধ্যম ব্যস্ত ঝলমলে আলোর ক্রিকেট আসর নিয়ে, সেখান থেকে মূহর্মুহু তৈরি হতে থাকে সত্য মিথ্যা ও আন্দাজনির্ভর কন্টেন্ট। বিভ্রান্তিতে ভরপুর থাকে সেশ্যাল মিডিয়া। এগুলোর সাথে তৃণমূল ক্রিকেটের কোনো যোগাযোগই নেই।
এরপর লেখেন, ‘ভবিষ্যতের সাকিব আল হাসানরা সেখান থেকে তৈরি হয়ে এলে আবার তাকে ঘিরেই শুরু হবে কনটেন্ট চর্চা। ভুলে যাওয়া চলবে না, শুধুমাত্র বিপিএল বা জাতীয় দলের খেলাই মূখ্য নয়, দেশব্যাপী অনুষ্ঠিতব্য ক্রিকেটের খবরাখবর গণমাধ্যমে অপাংক্তেয় থাকা অনুচিত। বিভিন্ন ভেন্যুতে চলছে ভবিষ্যতের ক্রিকেটার তৈরীর উৎসব, সবাই উপভোগ করুন।’
বিষয়: #খেলা #জাতীয় #দল #বিপিএল




দেশে আইপিএল খেলা সম্প্রচার বন্ধ করল সরকার
মেগা ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন
কিংবদন্তি ফুটবলার জন রবার্টসন আর নেই
রাণীনগরের করজগ্রাম ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত
আলাভেসকে হারিয়ে রিয়ালের স্বস্তির জয়
শিবগঞ্জে উপজেলা প্রশাসন ফুটবল উৎসব টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার বিতরণ
নাটকীয় সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
প্রতিশোধ নেয়ার রাতে ইউনাইটেড-টটেনহ্যামের সমতা
কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বাংলাদেশের বিদায়
