সোমবার ● ১৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » বিনোদন » আমি প্রতিযোগিতা করি না, শাসন করি: শাকিব খান
আমি প্রতিযোগিতা করি না, শাসন করি: শাকিব খান
বিনোদন ডেস্ক:
![]()
ঢাকাই চলচ্চিত্রে দুই দশক ধরে একচেটিয়া রাজত্ব করে যাচ্ছেন শাকিব খান। তার নাম থাকলেও প্রেক্ষাগৃহে দর্শক যায়। সিনেমা হল ব্যবসা ভালো ব্যবস্য করে। এবারে ঈদেও আসছে তার নতুন সিনেমা ‘বরবাদ’। এমধ্যে সিনেমাটির টিজার ও গান প্রকাশ পেয়েছে। বেশ আলোচনায় রয়েছে সেটি।
এরমধ্যে আজ (১৭ মার্চ) সোমবার ইন্সটাগ্রামে নতুন লুকে ছবি প্রকাশ করেছে শাকিব খান । তার সঙ্গে তিনি লিখেছেন, ‘আমি প্রতিযোগিতা করি না, শাসন করি।’
তার সেই পোস্টটি নজর কেড়েছে নেটিজেনদের। অনেকে শাকিবের লুকের প্রশংসা করছেন। কেউ কেউ আবার ক্যাপশনটিকে নায়োকোচিত বলে মন্তব্য করছেন। একজন মন্তব্য করেছেন, ‘ঢালিউডের শাসক তো শাকিবই..’।
এদিকে, ‘বরবাদ’ এর টিজার ও গান ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এ নিয়ে শাকিব বলেন, ‘আগে বাংলা সিনেমার টিজার ও গান নিয়ে দেশের মধ্যে আলোচনা হতো। এখন সারাবিশ্বের ফিল্ম ক্রিটিকসরা কথা বলেন। এর মানে বোঝা যাচ্ছে আমাদের সিনেমা বিশ্বের মানুষদের নজরে রয়েছে। আমি সবসময় এটাই চেয়েছিলাম। ‘বরবাদ’ মুক্তির পর যারা দেখবেন পছন্দ করবেন বলে আমি বিশ্বাস করি।’
ঢালিউড ইন্ডাস্ট্রিতে একের পর এক হিট ও ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে চলেছেন শাকিব খান। ‘প্রিয়তমা’, ‘তুফান’, ‘রাজকুমার’-এর মতো একাধিক হিট সিনেমা উপহার দেয়ার পর আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে আসছে তার অভিনীত নতুন সিনেমা ‘বরবাদ’। এতে শাকিবের নায়িকা কলকাতার ইধিকা পাল। এ সিনেমা নিয়েও দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো।
বিষয়: #আমি #করি #না #প্রতিযোগিতা #শাকিব খান #শাসন




এবার হরর সিনেমায় যুক্ত হচ্ছেন অনীত
আনন্দ, বেদনা, ভালোবাসা নিয়েই আজকের জীবন: পরীমণি
ভক্তদের চমকে দিলেন জয়া
সামান্থার সীমা পরীক্ষার চ্যালেঞ্জ!
লেডি অ্যাকশনে ফিরছেন মাহি
প্রযোজক রূপে তাসনিয়া ফারিণ
‘মারামারির’ ভার কাঁধে নিয়েছেন নায়িকা মাহি, দিলেন সুখবর
পপির ‘ডাইরেক্ট অ্যাটাক’
রাশমিকা-বিজয়ের বাগদানে সত্যি হলো প্রেমের গুঞ্জন
‘চোখের জন্য খুব বেশি হয়ে গেল? তাহলে স্ক্রল করো প্রিয়’
