মঙ্গলবার ● ২৭ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » বিনোদন » পশ্চিমা পোশাকে নিজেকে মেলে ধরলেন কেয়া পায়েল
পশ্চিমা পোশাকে নিজেকে মেলে ধরলেন কেয়া পায়েল
বজ্রকণ্ঠ ::
এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। অভিনয়ে কোনো একাডেমিক অভিজ্ঞতা না থাকলেও যে এত দুর্দান্ত অভিনয় করা যায় তা প্রমাণ করলেন তিনি। এক একটি নাটকে নিজেকে ভেঙে আবারও নতুন করে গড়ে তোলার মাধুর্য রপ্ত করেছেন অভিনেত্রী। সম্প্রতি তার পাগলবেশের একটি লুক ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। এরপর আবারও পশ্চিমা পোশাকে নিজেকে মেলে ধরলেন তিনি।
![]()
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেন অভিনেত্রী। সেখানে তাকে দেখা যায় একেবারে ভিন্ন আঙ্গিকে। একটি ঝকঝকে কালো বডি-ফিটিং গাউনে নিজেকে ধরা দিয়েছেন কেয়া পায়েল। পাথর বসানো নকশা করা এই পোশাকটিতে আকর্ষণীয়ভাবে ফুটে উঠেছে তার সৌন্দর্য।
প্রকাশিত ছবিগুলোতে কেয়া পায়েলকে একটি ঝকঝকে কালো বডি-ফিটিং গাউনে দেখা গেছে। পাথর বসানো নকশা করা এই পোশাকটিতে অভিনেত্রীকে দারুণ লেগেছে। হাই পনিটেইল হেয়ারস্টাইল আর হালকা মেকআপে তার এই লুক মুহূর্তেই চোখ ধাঁধিয়েছে ভক্তদের।
এছাড়াও এই একগুচ্ছ ছবির মাঝে আলোচনায় রয়েছে তার বিশ্বকাপ ট্রফির সঙ্গে তোলা একটি ছবি। ধারণা করা হচ্ছে, গত ১৪ জানুয়ারি ঢাকার রেডিসন ব্লু হোটেলে যখন বিশ্বকাপ ট্রফি প্রদর্শনীর জন্য আনা হয়েছিল, অভিনেত্রী তখনই এই ছবিগুলো তুলেছিলেন।
বর্তমানে ‘পাগলি লুক’-এর নাটকটি নিয়েই বর্তমানে ব্যস্ত সময় পার করছেন কেয়া পায়েল। নাটকটির নাম এখনও আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও এতে তার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেন জোভান। ভিডিওতে দেখা যায়, কেয়া পায়েল একজন ভবঘুরে বা মানসিক ভারসাম্যহীন মানুষের সাজে দাঁড়িয়ে আছেন। ভিডিওর একপর্যায়ে তাকে উচ্চস্বরে বলতে শোনা যায় যে, কেউ একজন তাকে বল ছুড়ে মেরেছে এবং সে বিচার চায়।
বিষয়: #কেয়া #পশ্চিমা #পায়েল #পোশাক




মিস্টার ব্রাসো এখন কলিন, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাবিলা নূর
‘হাউ টু হ্যাভ সেক্স’ সিনেমার নায়িকা হঠাৎ আলোচনায়
ফের আলোচনায় হানিয়া আমির
অস্কারে রেকর্ড ১৬ মনোনয়ন, কী আছে এই সিনেমায়
জীবন অনিশ্চিত, ছোট-বড় বলে কিছু নেই: পরীমণি
৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন সালমা
হাফ প্যান্ট পড়া পরীমণির ‘শীত নাই’
ভালোবাসায় বাকরুদ্ধ ‘অলরাউন্ডার’ চমক
একদম শিরদাঁড়ায় এসে বিধঁল, তারেক রহমানের বক্তব্যে মুগ্ধ পরীমণি
