শুক্রবার ● ৩০ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রবাসে » শিক্ষক লেখক-প্রকাশক শাহ আতিকুল হক কামালীর ইন্তেকাল বিভিন্ন মহলের শোক
শিক্ষক লেখক-প্রকাশক শাহ আতিকুল হক কামালীর ইন্তেকাল বিভিন্ন মহলের শোক
লন্ডন ::
![]()
শিক্ষক-লেখক ও সাহিত্য সংস্কৃতির পৃষ্টপোষক কমিউনিটি ব্যক্তিত্ব শাহ আতিকুল হক কামালী আর নেই (ইন্না…লিল্লাহি…ওয়াইন্না…ইলাহি….রাজিউন)। গেল ২৬ জানুয়ারী ২০২৬ লন্ডন সময় রাত ১১টা ৩০মিনিটে চিকিৎসাধীন অবস্থায় রয়েল লন্ডন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও তিনপুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখেগেছেন।
২৯ জানুয়ারী দুপুর এক ঘটিকায় পূর্বলন্ডনের ফোর্ড স্কয়ার মসজিদে নামাজে জানাজা শেষে তাঁকে বিকেল তিন ঘটিকায় ফরেষ্টগেট উডগ্রেঞ্জপার্ক সিমিট্রিতে সমাহিত করা হয়।
মরহুম শাহ আতিকুল হক কামালী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শাহারপাড়া গ্রামের মোকাম বাড়ীতে জন্মগ্রহন করেন। তাঁর পিতা মরহুম শাহ আব্দুল জব্বার কামালী ছিলেন ১৭নং সার্কেলের সরপঞ্চ ও একজন শালিম ব্যক্তিত্ব । শাহ আতিকুল হক কামালী শিক্ষাজীবন শেষ করে বাংলাদেশে কয়েক বছর শিক্ষকতা করেন। এর পর সিলেট হোটেল হিলটাউনে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। দেশে থাকাকালীন সময় তিনি সাংবাদিকতা ও লেখালেখির সাথে যুক্ত ছিলেন।
তাঁর সম্পাদনায় একাধিক সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়। এছাড়াও তিনি সিলেট গাইড ও স্মারকগ্রন্থ কালের অভিজ্ঞান সম্মাদনা করেন। তিনি সিলেট বিচিত্রা ও যুক্তরাজ্যে সিলেটবাসী গ্রন্থের প্রকাশক ছিলেন।
১৯৯৬ সালে ব্রিটেনে আগমন করেন। বসবাস করতেন পূর্বলন্ডনের স্টেপনী এলাকায়। তিনি ছিলেন পরোপকারী এবং উদার মনের মানুষ। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে ব্রিটেনের বাঙ্গালী কমিউনিটিতে নেমে আসে শোকের ছায়া। শাহ আতিকুল হক কামালীর মৃত্যুতে গভীব ভাবে শোক প্রকাশ করেছেন সাংবাদিক গবেষক মতিয়ার চৌধুরী, স্বদেশ-বিদেশ সম্পাদক বাতিরুল হক সরদার, ব্যবসায়ী শাহ গোলাম মোর্তুজা, সাজিদুর রহমান কামালী, শেখ খালিক, সাংবাদিক সাদিকুর রহমান রুমেন, জিল্লুল হক, তারেক আহমদ প্রমুখ। এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বিষয়: #-প্রকাশক #লেখক #শিক্ষক




ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
ম্যানচেষ্টার টু সিলেট ফ্লাইট চালু রাখা ও ওসমানী বিমান বন্দর থেকে বিদেশী ফ্লাইট চালুর দাবী
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি‘র নির্বাচন-২০২৬ সম্পন্ন ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি
“কচুয়া আল-মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্টের ফাউন্ডার্স ট্রাষ্টি “মরহুম কামাল মনসুর এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়ার মাহফিল অনুষ্ঠিত
নিউইয়র্কে যুক্তরাজ্য কমিউনিটি নেতা সেলিম রেজার সৌজন্য সাক্ষাৎ।
সহিংসতা ও উগ্রবাদে বাংলাদেশ ‘চরমভাবে ঝুঁকিপূর্ণ’—আন্তর্জাতিক ভার্চুয়াল সম্মেলন ১৭–১৮ জানুয়ারি
