বুধবার ● ২৮ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » বিনোদন » থ্রিলার নয়, বিশ্বজুড়ে ঝড় তুলেছে এই রোমান্টিক সিনেমা
থ্রিলার নয়, বিশ্বজুড়ে ঝড় তুলেছে এই রোমান্টিক সিনেমা
বিনোদন ডেস্ক ::
নেটফ্লিক্সে সদ্য মুক্তি পাওয়া রোমান্টিক কমেডি সিনেমা ‘পিপল উই মিট অন ভ্যাকেশন’ এখন স্ট্রিমিং চার্টে দাপটের সঙ্গে রাজত্ব করছে; আজ রয়েছে নেটফ্লিক্সের বৈশ্বিক টপ চার্টের দুইয়ে। ২০২১ সালে প্রকাশিত জনপ্রিয় লেখিকা এমিলি হেনরির বহুল আলোচিত উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন এমিলি ব্যাডার ও টম ব্লাইথ। তাঁরা পর্দায় ফুটিয়ে তুলেছেন পপি ও অ্যালেক্সকে—দুই ঘনিষ্ঠ বন্ধু। তবে একসঙ্গে দুজন বের হয় এক ভ্রমণে, যা রূপ নেয় প্রেমে।
![]()
৯ জানুয়ারি মুক্তির পরপরই নেটফ্লিক্সের বৈশ্বিক সবচেয়ে বেশি দেখা সিনেমার তালিকায় ১ নম্বরে উঠে আসে ‘পিপল উই মিট অন ভ্যাকেশন’। দুই সপ্তাহ পেরিয়ে এখনো এটি রয়েছে ২ নম্বরে। এমিলি হেনরির বইয়ের ভক্ত হোক বা প্রথমবার এই গল্পের সঙ্গে পরিচিত দর্শক—সবাই যেন এই সিনেমার প্রেমে পড়ে যাচ্ছেন। এ সাফল্যকে কাজে লাগানো নেটফ্লিক্সের জন্যই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে।
কেন এত জনপ্রিয়তা পেল সিনেমাটি
বহুল পঠিত উপন্যাস থেকে রোমান্টিক সিনেমা তৈরি নতুন কিছু নয়। তবে এমিলি হেনরির গল্প অবলম্বনে নির্মিত হওয়ায় ‘পিপল উই মিট অন ভ্যাকেশন’ একেবারেই আলাদা মাত্রায় পৌঁছেছে। ২০২০ সালে তাঁর প্রথম উপন্যাস ‘বিচ রিড বুকট’ ঝড় তোলার পর থেকে এমিলি হেনরির প্রতিটি বই-ই বেস্টসেলার হয়েছে। এর পেছনে বড় কারণ—এই গল্পগুলোর চরিত্রগুলো সময়ের অন্যতম গভীর ও আবেগঘন, যা ২০২০-এর দশকের সাহিত্যে বিরল।
এ শক্তিই পর্দায় দারুণভাবে ধরা দিয়েছে ‘পিপল উই মিট অন ভ্যাকেশন’-এ। শুরুতে পপির খামখেয়ালি স্বভাব কিছুটা বিরক্তিকর মনে হতে পারে। কিন্তু গল্প এগোতে থাকলে দর্শক যেমন তাকে বোঝে, তেমনি অ্যালেক্সও বুঝতে শেখে, সে এমন কেন। ধীরে ধীরে দর্শক তার বড়সড় ব্যক্তিত্বকে আপন করে নেয় এবং ভাবতে বাধ্য হয়, কেন কখনো তাকে ‘অতিরিক্ত’ মনে হয়েছিল।
অন্যদিকে অ্যালেক্স চাইলে একঘেয়ে, সাদামাটা চরিত্র হয়েই থাকতে পারত। কিন্তু তার আবেগঘন স্বচ্ছতা দেখায়, সে কতটা স্তরবহুল মানুষ। চরিত্র দুটির এই গভীরতা সিনেমাটিকে আলাদা উচ্চতায় নিয়ে গেছে।
রসায়নই আসল চাবিকাঠি
এই দুই চরিত্র যত ভালোভাবেই লেখা হোক না কেন, প্রধান দুই অভিনেতার মধ্যে রসায়ন না থাকলে সিনেমাটি কাজ করত না। সৌভাগ্যক্রমে এমিলি ব্যাডার ও টম ব্লাইথের মধ্যে রসায়ন চোখে পড়ার মতো। প্রথম অস্বস্তিকর সাক্ষাৎ থেকে শুরু করে হৃদয়ছোঁয়া শেষ পর্যন্ত—একমুহূর্তের জন্যও তাঁদের দিক থেকে চোখ ফেরানো যায় না।
সব মিলিয়ে ‘পিপল উই মিট অন ভ্যাকেশন’ যেন ক্ল্যাসিক রোমান্টিক কমেডির প্রতি একধরনের শ্রদ্ধাঞ্জলি। সিনেমাটি ভ্রমণকেন্দ্রিক হওয়ায় এতে রয়েছে চোখজুড়ানো সুন্দর সব লোকেশন। কঠিন সময় আর প্রতিকূল আবহের মধ্যে এই সিনেমা যেন একধরনের স্বস্তির পরশ।
থ্রিলারের বাইরে
২০২৬ সালের শুরুটা নেটফ্লিক্সের জন্য দারুণ হয়েছে ‘পিপল উই মিট অন ভ্যাকেশন’-এর সাফল্যে। কয়েক বছর ধরে স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে রাজত্ব করেছে থ্রিলারধর্মী কনটেন্ট। তবে বছরের শুরুতেই এমন একটি সিনেমা দিয়ে যাত্রা শুরু করল, যা রোমান্টিক ঘরানার। উপন্যাসটি আগে থেকে জনপ্রিয় হওয়া সিনেমাটি খুব সহজেই মানুষের কাছে পৌঁছে গেছে।
পাঠকেরাই চান তাঁদের প্রিয় গল্পগুলো পর্দায় দেখতে। নেটফ্লিক্স আগেও ‘দ্য কিসিং বুথ’, ‘টু অল দ্য বয়েজ’-এর মতো রোমান্টিক অ্যাডাপটেশনে সাফল্য পেয়েছে। ‘পিপল উই মিট অন ভ্যাকেশন’ ছিল এমিলি হেনরির লেখা থেকে নির্মিত প্রথম সিনেমা। আর নেটফ্লিক্স নিশ্চয়ই আনন্দিত; কারণ, তারা ইতিমধ্যে তাঁর আরও দুটি উপন্যাস ‘হ্যাপি প্লেস’ ও ‘ফানি স্টোরি’ নিয়ে কাজ করছে।
বিষয়: #এই #ঝড় #তুলেছে #থ্রিলার #নয় #বিশ্বজুড়ে #রোমান্টিক #সিনেমা




হঠাৎ মেয়ের লাইভে ঢুঁ মারেন কিম কার্ডাশিয়ান, এরপর যা হলো
মিস্টার ব্রাসো এখন কলিন, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাবিলা নূর
পশ্চিমা পোশাকে নিজেকে মেলে ধরলেন কেয়া পায়েল
‘হাউ টু হ্যাভ সেক্স’ সিনেমার নায়িকা হঠাৎ আলোচনায়
ফের আলোচনায় হানিয়া আমির
অস্কারে রেকর্ড ১৬ মনোনয়ন, কী আছে এই সিনেমায়
জীবন অনিশ্চিত, ছোট-বড় বলে কিছু নেই: পরীমণি
৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন সালমা
হাফ প্যান্ট পড়া পরীমণির ‘শীত নাই’
