শনিবার ● ৩১ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » দৈনিক জনকণ্ঠের সুনামগঞ্জ প্রতিনিধি হলেন অভিজ্ঞ সাংবাদিক আব্দুস সালাম
দৈনিক জনকণ্ঠের সুনামগঞ্জ প্রতিনিধি হলেন অভিজ্ঞ সাংবাদিক আব্দুস সালাম
ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি::
![]()
দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক জনকণ্ঠ-এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন অভিজ্ঞ সাংবাদিক আব্দুস সালাম। পত্রিকার উচ্চপর্যায়ের সিদ্ধান্তের মাধ্যমে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে দক্ষতার স্বীকৃতি সুনামগঞ্জ অঞ্চলের সংবাদ অঙ্গনে আব্দুস সালাম একটি নির্ভরযোগ্য ও সুপরিচিত নাম। তিনি বর্তমানে একুশে টেলিভিশন (ETV) এবং দেশের খ্যাতনামা ইংরেজি দৈনিক দ্য ডেইলি অবজারভার-এর সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
এর আগে তিনি জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল ইসলামিক টেলিভিশনের সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবেও উল্লেখযোগ্য সময় কাজ করেন। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ থেকে শুরু করে হাওর অঞ্চলের মানুষের জীবন–সমস্যা ও সম্ভাবনা নিয়ে বহু গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করে তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। নতুন দায়িত্ব নিয়ে আব্দুস সালামের প্রতিক্রিয়া নতুন দায়িত্ব পাওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আব্দুস সালাম বলেন—“জনকণ্ঠের মতো একটি ঐতিহ্যবাহী দৈনিকের সাথে কাজ করা নিঃসন্দেহে বড় সম্মান ও দায়িত্ব। সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সুনামগঞ্জের মানুষের কথা আরও বেশি তুলে ধরতে চাই।”
অভিনন্দন ও প্রত্যাশা তার এই অর্জনে সুনামগঞ্জ ও ছাতক প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা করছেন, তার লেখনী ও পেশাদারিত্ব সুনামগঞ্জের উন্নয়ন, সম্ভাবনা ও সংকট জাতীয় পর্যায়ে আরও শক্তিশালীভাবে তুলে ধরবে।
বিষয়: #জনকণ্ঠ #দৈনিক #সুনামগঞ্জ




ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক নেটওয়ার্কিং বিজনেস ডিনার অনুষ্ঠিত
নৌবাহিনীর সময়োচিত তৎপরতায় সমুদ্রে ২০ জেলেসহ ভাসমান বোট উদ্ধার
আজ কটিয়াদী বাজারে মোমবাতী প্রার্থী ডা.এস এম সরওয়ার জনসভা অনুষ্ঠিত
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স আদায়ে ডিজিটালাইজেশন কার্যক্রমের উদ্বোধন
প্রবাসী ও স্থানীয়দের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে দিরাই সমাজসেবা ফাউন্ডেশন-রুবেল আহমদ
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের এনার্জিপ্যাক ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন
ব্যারিস্টার নাজির আহমদের মতো মেধাবীদের কাজে লাগালে দেশ কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারবে -ভিসি প্রফেসর ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী
সুনামগঞ্জে রিক্সা ভ্যান শ্রমিক সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দৌলতপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
