বৃহস্পতিবার ● ২৯ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স আদায়ে ডিজিটালাইজেশন কার্যক্রমের উদ্বোধন
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স আদায়ে ডিজিটালাইজেশন কার্যক্রমের উদ্বোধন
সৈয়দ মিজান::
![]()
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স আদায় প্রক্রিয়াকে আরও আধুনিক, স্বচ্ছ এবং প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে ডিজিটাল পদ্ধতির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কনফারেন্স হলে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্প্রতি চসিকের বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স আদায় পদ্ধতিকে আধুনিক ও ডিজিটালাইজ করার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বি-ট্র্যাক সলিউশনস লিমিটেড এবং মাইলেজ-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এই চুক্তির আওতায় বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স আদায় প্রক্রিয়াটি একটি অনলাইন প্ল্যাটফর্মে রূপান্তরিত হবে। নতুন এই পদ্ধতির ফলে করদাতারা অত্যন্ত সহজে এবং নিরাপদে তাদের ট্যাক্স পরিশোধ করতে পারবেন। একই সঙ্গে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ রিয়েল টাইম অ্যানালাইসিস এবং রিপোর্টিংয়ের মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে কর আদায় কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, “প্রযুক্তি-চালিত প্রশাসন সময়ের দাবি। আমরা বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স আদায় ব্যবস্থাকে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর করতে চাই, যাতে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সহজে ও দক্ষতার সঙ্গে তাদের ট্যাক্স দিতে পারে। এই উদ্যোগের ফলে শুধু রাজস্ব আদায়ই বাড়বে না, বরং দুর্নীতি ও হয়রানিও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।”
তিনি আরও বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন পর্যায়ক্রমে তাদের সকল প্রশাসনিক কার্যক্রম পূর্ণ অটোমেশনের আওতায় নিয়ে যাচ্ছে। এই প্রকল্প বাস্তবায়ন হলে কর আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং নাগরিকরা তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সচিব মো. আশরাফুল আমিন; প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল; রাজস্ব কর্মকর্তা সাব্বির রহমান সানি, বি-ট্র্যাক সলিউশনস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম তানভীর সিদ্দিক, হেড অব প্রজেক্ট সাফায়েত আব্দুল্লাহ, মাইলেজ-এর ম্যানেজিং ডিরেক্টর আবরার রাফিদ চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এই ডিজিটালাইজেশন উদ্যোগে কারিগরি সহায়তা প্রদান করছে বি-ট্র্যাক সলিউশনস লিমিটেড এবং মাইলেজ। এই পদক্ষেপটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে একটি স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার প্রচেষ্টাকে আরও জোরালো ও তথ্যভিত্তিক করবে।
বিষয়: #কর্পোরেশন #চট্টগ্রাম #সিটি




প্রবাসী ও স্থানীয়দের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে দিরাই সমাজসেবা ফাউন্ডেশন-রুবেল আহমদ
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের এনার্জিপ্যাক ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন
ব্যারিস্টার নাজির আহমদের মতো মেধাবীদের কাজে লাগালে দেশ কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারবে -ভিসি প্রফেসর ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী
সুনামগঞ্জে রিক্সা ভ্যান শ্রমিক সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দৌলতপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
কোস্টগার্ডের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
হবিগঞ্জে ডা. এস এম সরওয়ারের নির্বাচনী প্রচারণায় অংশ নিলেন ইসলামী ফ্রন্টের মহাসচিব
আনোয়ার হোসেন বুলু বহিস্কার
মৌলভীবাজার সদর আন্ত- ইউনিয়ন চ্যাম্পিয়ানশীপ টুনামেন্টে ২০২৬ সফলভাবে সম্পন্ন
