মঙ্গলবার ● ২৭ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের এনার্জিপ্যাক ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের এনার্জিপ্যাক ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন
সৈয়দ মিজান::
[ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২৬] ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল টেকনোলজি বিভাগের শিক্ষার্থীরা সম্প্রতি গাজীপুরে অবস্থিত এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি’র শিল্প কারখানা পরিদর্শন করেছেন। অ্যাক্সিলারেটিং অ্যান্ড স্ট্রেন্দেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (এএসএসইটি) প্রকল্পের আওতায় তারা এ পরিদর্শনে অংশগ্রহণ করেন।
![]()
এই কারখানা পরিদর্শনে ইলেকট্রিক্যাল টেকনোলজি বিভাগের অষ্টম সেমিস্টারের মোট ১৩৯ জন শিক্ষার্থী অংশ নেন। গাজীপুরের জৈনাবাজারে অবস্থিত এনার্জিপ্যাক ইন্ডাস্ট্রিয়াল পার্কে এই পরিদর্শনে শিক্ষার্থীরা দেশের বিদ্যুৎ উৎপাদন খাতে আধুনিক উৎপাদন প্রক্রিয়া ও শিল্প কার্যক্রম সম্পর্কে হাতে-কলমে ধারণা পান।
পরিদর্শনকালে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি’র প্রকৌশলীরা শিক্ষার্থীদের উৎপাদনের বিভিন্ন ধাপ ঘুরে দেখান। এ সময় উন্নত উৎপাদন প্রযুক্তি, মান নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং বিদ্যুৎ উৎপাদন ও বৈদ্যুতিক যন্ত্রপাতি সংযোজনে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।
শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও ফলপ্রসূ শেখার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এনার্জিপ্যাকের হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট বিভাগ, জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন (জিএসএ) এবং হেলথ, সেফটি অ্যান্ড এনভায়রনমেন্ট (এইচএসই) টিম এই পরিদর্শনের আয়োজন করে।
দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রোমেকানিক্যাল কোম্পানি হিসেবে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি বাংলাদেশে কারিগরি শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির কাজে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করে আসছে।
বিষয়: #ইনস্টিটিউট #ঢাকা #পলিটেকনিক




ব্যারিস্টার নাজির আহমদের মতো মেধাবীদের কাজে লাগালে দেশ কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারবে -ভিসি প্রফেসর ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী
সুনামগঞ্জে রিক্সা ভ্যান শ্রমিক সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দৌলতপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
কোস্টগার্ডের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
হবিগঞ্জে ডা. এস এম সরওয়ারের নির্বাচনী প্রচারণায় অংশ নিলেন ইসলামী ফ্রন্টের মহাসচিব
আনোয়ার হোসেন বুলু বহিস্কার
মৌলভীবাজার সদর আন্ত- ইউনিয়ন চ্যাম্পিয়ানশীপ টুনামেন্টে ২০২৬ সফলভাবে সম্পন্ন
জয়পুরহাটে শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি জয়পুরহাট শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
