মঙ্গলবার ● ২৭ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » দৌলতপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
দৌলতপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
খন্দকার জালাল উদ্দীন, দৌলতপুর, কুষ্টিয়া::
![]()
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস।
অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. শওকত হোসেন ভূইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর অঞ্চলের পিডি রবিউল ইসলাম, কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. মহসীন আলী, অতিরিক্ত উপ-পরিচালক মো. ওহিদুজ্জামান, দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দৌলতপুর উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীন।
অনুষ্ঠানের শুরুতে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কৃষি অফিস চত্বরে ফিরে আসে। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
প্রধান অতিথির বক্তব্যে আলমগীর বিশ্বাস বলেন, যশোর অঞ্চলের সাতটি জেলায় বাণিজ্যিক কৃষির ব্যাপক প্রসার ঘটেছে। কৃষকরা একই জমিতে একাধিক ফসল চাষ করে উৎপাদন বাড়াচ্ছেন। এই মেলার মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি ও জ্ঞান কৃষকদের কাছে তুলে ধরা হচ্ছে, যা প্রয়োগ করে তারা আরও লাভবান হতে পারবেন।
বিষয়: #অধিদপ্তর #কৃষি #দৌলতপুর #সম্প্রসারণ




ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের এনার্জিপ্যাক ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন
ব্যারিস্টার নাজির আহমদের মতো মেধাবীদের কাজে লাগালে দেশ কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারবে -ভিসি প্রফেসর ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী
সুনামগঞ্জে রিক্সা ভ্যান শ্রমিক সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কোস্টগার্ডের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
হবিগঞ্জে ডা. এস এম সরওয়ারের নির্বাচনী প্রচারণায় অংশ নিলেন ইসলামী ফ্রন্টের মহাসচিব
আনোয়ার হোসেন বুলু বহিস্কার
মৌলভীবাজার সদর আন্ত- ইউনিয়ন চ্যাম্পিয়ানশীপ টুনামেন্টে ২০২৬ সফলভাবে সম্পন্ন
জয়পুরহাটে শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি জয়পুরহাট শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
