বৃহস্পতিবার ● ১৭ জুলাই ২০২৫
প্রথম পাতা » কবি ও কবিতা » শব্দচাষীর আত্মকথা
শব্দচাষীর আত্মকথা

বিপুল চন্দ্র রায়
শব্দচাষী তুমি, জ্ঞানের মশাল,
অন্ধকারে জ্বালো আলোর প্রদীপ।
প্রতিটি পাতায় জাগে নতুন সুর,
মননে ছড়ায় আশার অঙ্কুর।
কলমের লাঙলে চাষ করো মাটি,
চিন্তার বীজে ফলে শস্য খাঁটি।
ছন্দ আর রূপে কথা কয় ছবি,
মনের গভীরে জাগাও যে কবি।
ইতিহাসের পথ, বিজ্ঞানের জয়গান,
কবিতার ছোঁয়ায় সব যেন আঁকো।
সংবাদ আর ফিচার, জ্ঞানের আধার,
প্রতিটি লেখায় মুক্তির জোয়ার।
কৃষকের মাঠে যেমন ফোঁটে ধান,
তেমনি ফোটাও তুমি নতুন প্রাণ।
সত্যের সন্ধানে অবিচল যাত্রা,
সাহিত্য জাগুক, ভরে উঠুক ধরা।
শব্দচাষীর হাতে, নতুন সৃষ্টি,
মন ছুঁয়ে যায়, এ কোন অনাবৃষ্টি।
শব্দচাষী তুমি, শিল্পের কারিগর,
সত্যি তুমি অনন্য কলম-যোদ্ধা।
বিষয়: #আত্মকথা #শব্দচাষীর




দেশ কাঁপল হৃদয়ও কাঁপল
কবিতা আবৃত্তি ও গানের সংকলন ” শুধু তোমার বাণী”
অপ্রিয় সত্য প্রকাশ
তোমার মিথ্যে প্রেমে আমার পরাজয়
প্রিয় রাসুল (সাঃ)
বুনোফুল
আষাঢ়ের বিদায়
বিয়ের প্যাচাল
জল কাব্যের - স্নিগ্ধ দহন
জল কাব্যের স্নিগ্ধ দহন
