সোমবার ● ৫ মে ২০২৫
প্রথম পাতা » বিশেষ » আলতাব আলী দিবস পালিত: পূর্ব লন্ডনে বর্ণবাদবিরোধী আন্দোলনের শহীদের প্রতি শ্রদ্ধা
আলতাব আলী দিবস পালিত: পূর্ব লন্ডনে বর্ণবাদবিরোধী আন্দোলনের শহীদের প্রতি শ্রদ্ধা
লন্ডন থেকে আজিজুল আম্বিয়া ::
![]()
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে শহীদ আলতাব আলী দিবস। রবিবার (৪ মে ২০২৫) সন্ধ্যায় শহীদ মিনার বেদীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে দিনটি স্মরণ করা হয়।
ইস্ট লন্ডনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, বাংলাদেশ হাইকমিশন, ব্রিটিশ বাংলাদেশি রাজনীতিক, কমিউনিটি নেতা ও সাধারণ নাগরিকরা। সত্তরের দশকে বর্ণবাদী হামলায় শহীদ হওয়া বাঙালি যুবক আলতাব আলীর স্মরণে আয়োজিত এ দিবসে প্রথমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
কাউন্সিলের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন কেবিনেট মেম্বার আব্দুল ওয়াহিদ। বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন প্রেস মিনিস্টার আকবর হুসেন। এছাড়াও যৌথভাবে শ্রদ্ধা জানান কাউন্সিলর কামরুল হোসাইন মুন্না ও সাবেক স্পিকার কাউন্সিলর শাফি আহমেদ।
অনুষ্ঠানে আরও শ্রদ্ধা নিবেদন করেন আলতাব আলী মেমরিয়াল ট্রাস্ট, আলতাব আলী ফাউন্ডেশন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা।
শ্রদ্ধা নিবেদনের পর এক মিনিট নীরবতা পালন করা হয় শহীদের রুহের মাগফিরাত কামনায়। স্মরণসভা পরিচালনা করেন কাউন্সিলর কামরুল হোসাইন মুন্না। বক্তব্য রাখেন কাউন্সিলর আব্দুল ওয়াহিদ, শাফি আহমেদ, প্রেস মিনিস্টার আকবর হুসেন, হামিদা ইদ্রীসসহ আরও অনেকে।
উল্লেখ্য, আলতাব আলী ১৯৭৮ সালের ৪ মে পূর্ব লন্ডনের হার্টলার স্ট্রিটে বর্ণবাদীদের হাতে খুন হন। তার নির্মম হত্যাকাণ্ডের পর লন্ডনের বাঙালি সম্প্রদায়সহ অন্যান্য এশীয় ও আফ্রিকান জনগোষ্ঠী বর্ণবাদবিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। সেই ঐতিহাসিক প্রতিবাদের প্রতীক হয়ে উঠেন আলতাব আলী। তার স্মরণে ১৯৯৮ সালে সেন্ট মেরী পার্কের নামকরণ করা হয় ‘আলতাব আলী পার্ক’।
আলতাব আলীর গ্রামের বাড়ি বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়। প্রতি বছর ৪ মে শহীদ আলতাব আলীর আত্মত্যাগের স্মরণে দিবসটি পালিত হয়ে থাকে, যা নতুন প্রজন্মের কাছে বর্ণবাদবিরোধী সচেতনতার প্রতীক হিসেবে অনুপ্রেরণা জোগায়।
বিষয়: #আলতাব #আলী #দিবস #পালিত




১৭-১৮ মিনিটের ভাষনে কোন স্বজন হারানোর ব্যাথা ছিলো না
আমাদের নিম্নলিখিত অঞ্চল থেকে সংবাদ প্রতিবেদক প্রয়োজন…
কেবল চেতনা নয়, চাই ঐক্য ও কাজ: কোন পথে বাংলাদেশ?
১৯৭১ সালের ২৫ এপ্রিল বানিয়াচং উপজলার কালাইনজুড়া এবং হলদারপুর গ্রামে পাকবাহিনীর বিমান হামলা ও কিছু স্মৃতিকথা।
একটি বিশেষ প্রতিবেদন গানে গানে সংস্কারের কথা বলে গেছেন বাউল কামাল পাশা
মুক্তিযুদ্ধ : ছাতকের ‘শিখা সতেরো’—৫৪ বছরের রহস্য আজও উন্মোচিত হয়নি
সুনামগঞ্জে ১২৪ তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় বাউল কামাল পাশাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দানের দাবী
গানে গানে সংস্কারের কথা বলেছেন বাউল কামাল : ১২৪ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী
কোকা-কোলা বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন মঈন উল্লাহ চৌধুরী
বাংলাদেশে ৭মাত্রার ভূমিকম্পের আগাম সতর্কবার্তা ধ্বংশ হয়ে যেতে পারে দেশের ৮০% স্থাপনা
