সোমবার ● ১১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » হবিগঞ্জের বানিয়াচংয়ে ৮বছর বয়সী শিশু তামিম নিখোঁজের ৯ঘন্টা পর পুকুরে মিললো মরদেহ।।
হবিগঞ্জের বানিয়াচংয়ে ৮বছর বয়সী শিশু তামিম নিখোঁজের ৯ঘন্টা পর পুকুরে মিললো মরদেহ।।
আকিকুর রহমান রুমন:-
![]()
হবিগঞ্জের বানিয়াচংয়ে ৮বছর বয়সী শিশু তামিম নিখোঁজের ৯ঘন্টা পর তার বাড়ির পাশের একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন তার পরিবারের লোকজন।
নিহত শিশু তামিম(৮)মিয়া উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাতাপুর(পঁচার ভাগ)মহল্লার মিশুক চালক মামুন মিয়ার পুত্র।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানাযায়,১০আগষ্ট (রবিবার)দুপুরের দিকে প্রতিদিনের ন্যায় ঘর থেকে বের হয় তামিম।
কিন্তু এলাকার তার সাথে খেলার সাথীরা বেলা ২টার দিকে তামীমকে দেখেছেন বলে জানান। এদিকে নিহত তামিম এর পিতা মামুন প্রতিদিনের ন্যায় মিশুক গাড়ি নিয়ে বের হয়ে যান। এবং মাতা আকিরুন একটি লোন উঠাতে বেসরকারি প্রতিষ্ঠান একটি এনজিও অফিসে চলে যান।
সারাদিন পিতা-মাতা বাড়িতে না থাকলে পরিবারে রয়েছে শুধু তামীম এর ছোট্ট ৩টি ভাই। তাই তার সন্ধান কেউ তেমন একটা করতে পারেননি। কিন্তু সন্ধ্যার পূর্ব পুত্র তামিমকে বাড়িতে না পেয়ে বিভিন্ন স্থানে পিতা-মাতা আত্বীয় স্বজন তামীমের খুজে বের হন। এবং সকল আত্মীয় স্বজনদের বাড়ি ঘরে খুঁজতে থাকেন।
মরদেহ উদ্ধারের পর পরিবারের লোকজন জানান,তামীম বিছনায় প্রসাব করে দিতো। এজন্য তাকে গোসল করে আসার জন্য বলেছিলো তার পরিবার।
তাই সন্ধ্যার পর থেকে বিভিন্ন এলাকার পুকুরে পরিবার লোকজন ও আত্বীয় স্বজনগন জাল দিয়ে তামিমকে খুঁজাখুঁজি করেন।
এমনকি তামীমের সন্ধান চেয়ে বানিয়াচং উপজেলা সদরের সব-কটি বাজার ও পাড়া মহল্লায় মাইকিং করানো হয়।
রাত সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে মাতাপুর মহল্লার মসজিদের পুকুর থেকে দীর্ঘ ৯ ঘন্টা নিখোঁজের পর মরদেহটি পরিবারের লোকজন উদ্ধার করেন।
তবে তামিমের মরদেহটি পুকুর থেকে উদ্ধার করলেও তার পেটের মধ্যে তেমন কোন পানি নেই বলে জানিয়েছেন প্রতক্ষদর্শীগন।
সর্বশেষ ১১আগষ্ট(সোমবার)রাত সোয়া ১টার দিকে থানা পুলিশ যাওয়ার খবর পাওয়া যায় নাই। এমনটা নিশ্চিত করেন নিহত তামিমের নানা কনু মিয়া।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তাফার সাথে যোগাযোগ করলে তিনি জানান,এই ঘটনার খবর থানায় আসেনি।
খুঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়: #ঘন্টা #তামিম #নিখোঁজ #পর #পুকুর #বছর #বানিয়াচং #বয়সী #মরদেহ #মিললো #শিশু #হবিগঞ্জ




একই ফ্লাইটে তারেক রহমানের সঙ্গে দেশে ফিরছেন সুনামগঞ্জের আকিকুর রহমান
সুনামগঞ্জে মৎস্য প্রক্রিয়াকরণ শ্রমিক-র্কমচারীদেরকে সরকার ঘোষিত মজুরি প্রদানের দাবিতে স্মারকলিপি
মগবাজারে ফ্লাইওভারের ওপর থেকে হাত বোমা নিক্ষেপ, যুবক নিহত
রাঙ্গুনিয়ায় অগ্নিকান্ডে দাদি,নাতনি নিহত। ৬ বসতবাড়ি ভস্মীভূত
সুনামগঞ্জের গৌরারং ইউনিয়নে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা সম্পন্ন করলো পদক্ষেপ
নবীগঞ্জের দুই মাদক ব্যবসায়ী শেরপুর পুলিশের হাতে এক কেজি গাঁজা সহ আটক
হবিগঞ্জের নবীগঞ্জ অবৈধ ভাবে মাটি কাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা
রাঙ্গুনিয়ায় ইটভাটার ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
ছাতকে নাশকতার অভিযোগে আ.লীগ–যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার
সীতাকুন্ডে কোস্টগার্ডের অপারেশন ডেভিল হান্ট অভিযানে আ.লীগ নেতা আটক
