

রবিবার ● ১০ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » শীর্ষ মাদক সম্রাট সাইদুল হক সেনাবাহিনীর হাতে গ্রেফতার
শীর্ষ মাদক সম্রাট সাইদুল হক সেনাবাহিনীর হাতে গ্রেফতার
আকিকুর রহমান রুমন:-
হবিগঞ্জের বানিয়াচংয়ে সেনাবাহিনীর অভিযানে শীর্ষ ইয়াবা ব্যবসায়ী সাইদুল হক(৪০)গ্রেফতার হয়েছে।
এ সময় গ্রেফতারকৃত সাইদুলহক এর কাছ থেকে ৮৪পিস ইয়াবা,আড়াইশ গ্রাম গাঁজা ও ৮ পিস ইয়াবা কন্ট্রোলার ও ১লিটারের ১টি বিদেশি মদের বোতল,ফুয়েল পেপার০৪ পিস, মোবাইল ফোন ০৪ টি,দেশী কেচি ২ টি ও ইয়াবা বিক্রির নোট খাতা ১টি উদ্ধার করা হয়।
৯ আগষ্ট(শনিবার) রাত ১০টায় বানিয়াচং উপজেলা পরিষদের আর্মি ক্যাম্প উপজেলা সদরের ১নং উওর পূর্ব ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দওপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত সাইদুল হক দত্তপাড়া গ্রামের মোঃআব্দুল হক মিয়ার ছেলে। পরে তাকে বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য,সাইদুল হক দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে কামিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। দু’টি উপজেলায় দীর্ঘদিন ধরে ইয়াবাসহ সকল ধরনের মাদকের পাইকারি ও খুচরা সেইল দিয়ে যাচ্ছিলো।
এই মাদক ব্যবসা করাকালীন বর্তমান সময়ে তার বিরুদ্ধে বানিয়াচং থানা সহ বিভিন্ন থানায় ১৭ থেকে ১৮টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ইয়াবাসহ চুরি ও ছিনতাইয়ের মামলাও রয়েছে। র্যাবের কাছেও ১০০০পিছ ইয়াবা বিক্রিকালে গ্রেফতার হয়। এছাড়াও ডিবি পুলিশসহ বিভিন্ন থানা পুলিশের হাতে ইয়াবা সহ গ্রেফতার হয়েছে। নিজ বাড়িতে তৈরী করেছে আলিসান ২য় তলা বৈশিষ্ট্য বাড়ি। বাড়িতে ২০ফুট উচ্চতা দিয়ে বাউন্ডারি দিয়ে ঘিরে রেখেছে।
গত বছরের ৫ আগষ্টের পর বানিয়াচং থানা পুলিশের হাতে বিপুল পরিমাণ ইয়াবা সহ গ্রেফতার হয়। মাস দু’এক হয় জামিনে বেরিয়ে এসেই পুরোদমে শুরু করে ইয়াবা সহ সকল ধরনের মাদকের পাইকারি ও খুচরা ব্যবসা। বানিয়াচং উপজেলার সকল মাদক ব্যবসায়ীকে পাইকারি ধরে মাদক সংগ্রহ করে দিয়ে যাচ্ছিলো বলে অহরহ অভিযোগ রয়েছে। এছাড়াও পাশ্ববর্তী উপজেলা আজমিরীগঞ্জেও এই ইয়াবা সম্রাট সাইদুল হক মাদক সরবরাহ করে আসছিলো বলে জানাযায়।
বিষয়: #গ্রেফতার #মাদক #শীর্ষ #সম্রাট #সাইদুল #সেনাবাহিনী #হক