

মঙ্গলবার ● ১২ আগস্ট ২০২৫
প্রথম পাতা » বিশেষ » লন্ডনে বাউল শিল্পি শফিকুন্নূরের স্মরণানুষ্টান-শফিকুন্নুর সমগ্রের মোড়ক উম্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান
লন্ডনে বাউল শিল্পি শফিকুন্নূরের স্মরণানুষ্টান-শফিকুন্নুর সমগ্রের মোড়ক উম্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মতিয়ার চৌধুরী, লন্ডন ::
সিলেট অঞ্চলের স্বনামখ্যাত বাউল গায়ক অসংখ্য ভাটিয়ালি, জারি-সারি দেশাত্মবোধক, মারফতি, মুর্শিদি গানের রচয়িতা ও লোকসাহিত্যর অন্যতম সংগ্রাহক বাউল শিল্পি শফিকুন্নূর স্মরণে ‘‘শফিকুন্নূর স্মৃতি সংসদ‘‘ যুক্তরাজ্য শাখার আয়োজনে ১১ আগষ্ট ২০২৫ সোমবার লন্ডন সময় সন্ধ্যা ৫টা ত্রিশ মিনিটে পূর্বলন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে অনুষ্ঠিত হয় শফিকুন্নূর স্মরণানুষ্ঠান।
অনুষ্ঠানে শিল্পির লিখা কালজয়ী গানের সংকলন “শফিকুন্নূর সমগ্র‘‘ এর মোড়ক উম্মোচন করা হয়। ব্যাতিক্রমী এই অনুষ্টানটির সূচনা করেন লন্ডনের ১২জন শিল্পি শফিকুন্নূর রচিত একটি গানের মাধ্যমে। মোড়ক উম্মোচনের পর বাউল শিল্পি শফিকুন্নূরের উপর সাংবাদিক সায়েম চৌধুরী নির্মিত একটি ডকুমেন্টারী প্রচার করা হয়।
সংস্কৃতিজন আমিনা আলী ও শিল্পীর ভাতুষপুত্র মনিরুজ্জামান রয়েলের যৌথ সঞ্চালনায় মোড়ক উম্মোচন ও স্মরণানুষ্টানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত সাবেক ব্রিটিশ হাইকমিশনার ও গভর্নার অব ক্যারভিয়ান ক্যামভিয়ান আইল্যান্ড আনোয়ার চৌধুরী।
অনুষ্টানের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় মোড়ক উম্মেচন ও আলোচনা সভা। ব্যাতিক্রমী এই অনুষ্টানে বাউল গায়ক শফিকুন্নূরে জীবন ও কর্ম নিয়ে আলোকপাত করেন আয়োজক বৃন্দ পরিবারের সদস্যরা ও শিল্পিকে কাছে থেকে দেখেছেন এবং তাঁর সান্নিধ্য লাভ করেছেন এমন শিল্পিরা। আলোচনা সভার শুরুতে আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শফিকুন্নূর স্মৃতি সংসদের আহবায়ক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, সদস্য সচিব শামসুল ইসলাম রুবেল। পরিবারের পক্ষ থেকে শিল্পি পুত্র জোবায়ের সোহেল। এছাড়া আলোচনায় অংশ নেন সাংবাদিক গবেষক সুজাত মনসুর, গীতকার সৈয়দ দুলাল, শিল্পি হিমাংশু গোস্বামী, শিল্পি নূরুজ্জামান আহমদ, শিল্পি আলাউর রহমান, শিল্পি বাবুল আহমদ প্রমুখ।
দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্টানে শফিকুন্নূরের লিখা গান থেকে পরিবেশন করেন শেখ নূরুল ইসলাম, বাউল শহীদ, শিল্পি বাবুল আহমদ, শিল্পি অসিমা দে, সহ ব্রিটেনের ১২জন শিল্পি। শিল্পী ও অথিতিকে উত্তরীয় পডিয়ে দেন শফিকুন্নুর স্মৃতি সংসদের , আহ্বায়ক, ইন্জিনিয়ার হাবিবুর রহমান ও সদস্য সচিব সামছুল ইসলাম রুবেল, অনুষ্টানের সার্বিক তত্বাবধানে , শিল্পী পুত্র , জোবের আখতার সোহেল শফিকুন্নূর সম্পর্কে আলোচনা করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন শফিকুন্নূরের ভাগিনা সাংবাদিক সুজাত মনসুর। অলোচক বৃন্দ বলেন শফিকুন্নূর শুধু একজন শিল্পি বা বহুধারার অসংখ্য গানের রচয়িতাই ছিলেন না, তাঁর আরো পরিচয় রয়েছে। সিলেট অঞ্চলের একজন অন্যতম লোকসাহিত্যের সংগ্রাহক। সিলেট অঞ্চলের হারিয়ে যাওয়া লোক কাহিনীগুলোকে সংগ্রহ করে তিনি নিজের করে সাজিয়ে কখনো বিষাদে আর কখনো বা রশ মিশিয়ে সুরের ছন্দে বিভিন্ন আসরে পরিবেশন করে মানুষের ঋদয়ে স্থান করে নিয়েছিলেন। কাহিনী গুলো আজও মানুষের হৃদয়ে রেখাপাত করে। তার সংগৃহীত লোকগীতি গুলোর মধ্যে অন্যতম আপন-দুলাল, দেওয়ান কটুমিয়া কিচ্চা, আছলম কুমার, গোল রায়হান, ময়মুনা কুটুনি বুড়ি, শহীদে কারবালা সিলেটের লোক সাহিত্যের অমূল্য সম্পদ।
এর বাইরে তিনি ছিলেন একজন শিক্ষক ও জন প্রতিনিধি । শফিকুন্নূর যুগ যুগ ধরে বেঁচে থাকবেন তাঁর সৃষ্টির মাঝে। আমরা তাঁর বিহেদী আত্মার শান্তি কামনা করি। সিলেট মায়ের গর্ব শফিকুন্নূরের জন্ম সুনামগঞ্জের দিরাই উপজেলার ঐতিহ্যবাহি জগদল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৪৩ সালের ২৫জুন। পিতার নাম আব্দুল মন্নান একজন রাজনীতি সচেতন মানুষ ও স্বদেশী আন্দোলনের অন্যতম সংগঠক। মায়ের নাম বিবিজান বিবি। গানের হাতিখড়ি মায়ের কাছে। শিক্ষা জীবন শুরু হয় জগদাল প্রাথমিক বিদ্যালয়, জগন্নাথপুরের জগদীশপুর সফায়েত উল্লাহ উচ্চ বিদ্যালয় পরবর্তিতে দিরাই উচ্চ বিদ্যালয় থেকে মোট্রিক, সিলেট এমসী কলেজ থেকে ফার্মাসিষ্ট ডিগ্রি লাভ করেন। কর্মজীবন শুরু করেন কুলঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে। শত ব্যস্তার মাঝেও সঙ্গীত চর্চায় ভাটা পড়েনি।
তিনি ১৯৭৩ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জগদল ইউনিয়নের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৬৮ সালে সিলেট বেতারে প্রথম সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বেতার শিল্পি হিসেবে খ্যাতি লাভ করেন। এর পর বেতার ও বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত শিল্পি হিসেবে সঙ্গীত পরিবেশন করেছেন । শিল্পিদের নিয়ে ১৯৭৮, ১৯৮৬ , ১৯৮৮, ও ১৯৯২ সালে কয়েক বার ভারত ও ইংল্যান্ড সফর করেন। তিনি ১৯৯৬ সালের ২৬ ফেব্রুয়ারী ইকলোক ত্যাগ করেন। বিবাহিত জীবনে তিনি ৩পুত্র ও চার কন্যার জনক। তার পুত্ররাও শিল্পি।
সাংবাদিক, সাংস্কৃতিক কর্মি, শিল্পি সাহিত্যিক ব্যবসায়ী সহ ব্রিটেনের বিভিন্ন প্রান্থ থেকে সর্বস্থরের প্রবাসী বাংলাদেশীরা অংশ নেন।
বিষয়: #অনুষ্ঠান #উম্মোচন #বাউল #মোড়ক #লন্ডন #শফিকুন্নুর #শফিকুন্নূর #শিল্পি #সাংস্কৃতিক #স্মরণানুষ্টান