

বুধবার ● ১৩ আগস্ট ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » সেনবাগে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু
সেনবাগে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু
মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে মুরগির খামারের পাশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদ (২৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে প্রবল বৃষ্টি ও অন্ধকারের মধ্যে জাহিদ খামারের পাশে অটোরিকশা চার্জ দিতে যান। এ সময় বিদ্যুতায়িত তারের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। বুধবার (১৩ আগস্ট) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত জাহিদ ওই গ্রামেরই বাসিন্দা।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিষয়: #অটোরিকশা #খামার #চালকে #বিদ্যুৎস্পৃষ্ট #মুরগি #মৃত্যু #সেনবাগ