

বৃহস্পতিবার ● ৩১ জুলাই ২০২৫
প্রথম পাতা » বিশেষ » সেনবাগে আল জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসায় ফল উৎসব ও বৃক্ষমেলা অনুষ্ঠিত
সেনবাগে আল জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসায় ফল উৎসব ও বৃক্ষমেলা অনুষ্ঠিত
মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ উপজেলা সদরে অবস্হিত আল জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসায় বৃহস্পতিবার (৩১ জুলাই) এক ব্যতিক্রমধর্মী ও প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “ফল উৎসব ও বৃক্ষমেলা ২০২৫”।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাওলানা জাহিদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন শিক্ষক বোরহান সাদী এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল জান্নাতুল ফেরদৌস।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেনবাগ পৌর আমির ইয়াছিন মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মিনারুল ইসলাম এবং আজিম চৌধুরী হজ্ব কাফেলার পরিচালক বশির উল্লাহ রিপন।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক নজির আহমেদ, রবি, মোজাম্মেল, সাংবাদিক খোরশেদ আলম, জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নিজাম উদ্দিন খোন্দকার, মো. ফখর উদ্দিন, মো: হারুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন হাফেজ মারুফুর রহমান জিহাদ। বক্তারা বলেন, শিক্ষার পাশাপাশি পরিবেশ সচেতনতা, দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ফল উৎসবে শিক্ষার্থীদের হাতে তৈরি স্টলগুলোতে দেশীয় ফল যেমন—আম, জাম, লিচু, আনারস, কলা, পেয়ারা ছাড়াও বিলুপ্তপ্রায় ফল—কাউ, ডেউয়া, ডুমুর প্রভৃতি প্রদর্শিত হয়। শিক্ষার্থীরা অতিথিদের ফল উপহার দেন এবং নিজ নিজ স্টলের ব্যাখ্যা তুলে ধরেন।আয়োজনের শেষে সেরা তিনটি স্টলকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনটি মাদ্রাসার শিক্ষা কার্যক্রমে এক নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিষয়: #অনুষ্ঠিত #আল #আলিম #ইসলামিয়া #উৎসব #জাহিদ #ফল #বৃক্ষমেলা #মাদ্রাসা #সেনবাগ