বুধবার ● ৩০ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » নিউইয়র্ক স্টেট সিনেট ও এসেম্বলিতে বাংলাদেশে ডে উদযাপন।
নিউইয়র্ক স্টেট সিনেট ও এসেম্বলিতে বাংলাদেশে ডে উদযাপন।
শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥
![]()
নিউইয়র্ক স্টেট সিনেট ও এসেম্বলিতে বাংলাদেশ ডে উদযাপন করা হয়েছে।গত ২৮শে এপ্রিল সোমবার নিউইয়র্কের রাজধানী আলবানিতে ব্রঙ্কস বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন ব্রঙ্কসে বসবাসরত প্রবাসী বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ।
এ উপলক্ষে ব্রঙ্কস স্ট্রালিং বাংলাবাজার থেকে দুটি বাস যোগে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দরা আলবানিতে যান।একটি বাসে নেতৃত্ব দেন আব্দুর রহিম বাদশা ও আব্দুস শহীদ অপর বাসে আব্দুল হাসিম হাসনু ও মাহবুব আলম।যাত্রাপথে বাংলাদেশের স্বাধীনতার বিষয়ে বক্তব্য রাখেন সিরাজউদ্দীন আহমদ সোহাগ,এডভোকেট নাসিরউদ্দিন,রোকন হাকিম,সাকাওয়াত আলী,ফরিদা ইয়াছমিন ,সাঈদুর রহমান লিংকন,সাংবাদিক হাবিবুর রহমান, সাংবাদিক শেখ শফিকুর রহমান,বীরমুক্তিযোদ্ধা নাসির উদ্দীন,কবির উদ্দিন,মিয়া মোহাম্মদ দাউদ,অধ্যক্ষ মোহাম্মদ সানাউল্লাহ,নুরুল ইসলাম মিলন,কবি আবু তাহের চৌধুরী,শামীম আহমেদ প্রমুখ।দুপুর ১টায় পৌঁছে দুই পর্বের প্রথম পর্বে আলবানি সিনেট ভবনের ৩য় ফ্লোরে আয়োজিত আলোচনায় উপস্থিত ছিলেন স্টেট সিনেটর লুইস সেপুলভেদা,স্টেট সিনেটর নাথালীয়া ফার্নান্ডজ,এসেম্বলি ওম্যান কার্নেজ রায়াজ।কমিটির চেয়ারম্যান আব্দুস শহীদের সভাপতিত্বে ও সদস্য সচিব শামীম মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম,জুনেদ চৌধুরী,আব্দুর রহিম বাদশা,মাহবুব আলম,আব্দুল হাসিব হাসনু,সামাদ মিয়া জাকেরিন,রোকন হাকিম,এন ইসলাম মামুন,শিল্পী রথীন্দ্র নাথ রায়।দ্বিতীয় পর্বে সিনেট অধিবেশনে রেজুলেশন গ্রহণ করা হয়।রেজুলেশনের উপর বক্তব্য রাখেন স্টেট সিনেটর লুইস সেপুলভেদা,স্টেট সিনেটর নাথালিয়া ফার্নান্দেজ ও অন্যান্যরা।আলোচনা শেষে রেজুলেশনটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।পরিশেষে সিনেট ভবনের লবির বাহিরে বাংলাদেশ ডে উদযাপনে অংশ গ্রহণকারীদের নিয়ে এক ফটোসেশন অনুষ্ঠিত হয়।এতে সিনেট মেজরিটি নেতা আন্দ্রেয়া স্টিওয়ার্থ কোজিন ও ব্রঙ্কস থেকে নির্বাচিত দুই সিনেটর লুইস সেপুলভেদা ও নাথালিয়া ফার্নান্ডেজ অংশ গ্রহণ করেন।দুপুরে যোগদানকারী সকলকে সিনেটর উদ্যোগে মধ্যাহ্ন ভোজে আপ্যায়ন করানো হয়।
উল্লেখ্য ২০১১ সাল থেকে শুরু হয় নিউইয়র্ক স্টেট সিনেটে বাংলাদেশ ডে উদযাপন যার নেতৃত্বে ছিলেন জাকির খান,গিয়াস উদ্দিন সহ তৎকালীন বাংলাদেশ কমিউনিটির নেতারা।
বিষয়: #উদযাপন #এসেম্বলি #ডে #নিউইয়র্ক #বাংলাদেশে #সিনেট #স্টেট




একুশে টিভির সাংবাদিক বিকুল চক্রবর্তীর বৃটেনের কার্ডিফ শহীদ মিনার পরিদর্শন
আজকের শতাব্দী‘র বিশেষ সংখ্যা ড. আনসার আহমেদ উল্লাহ ও কাব্য সংকলন বিলেতে কবিতা লিখার আগে পাঠ উম্মোচন
আল্লামা মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলীর বৃটেনের কার্ডিফে দাওয়াতি সফর সফল ভাবে সম্পন্ন
লন্ডনে সাবেক এমপি জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী-কে বিশাল সংবর্ধনা প্রদান
বিশ্বে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের ড. ওয়ালী তাসার উদ্দিন এমবিই,ডিবিএ,জেপি
যুক্তরাজ্যের কার্ডিফে এক খ্রিস্টান নারীর ইসলাম ধর্ম গ্রহণ
