

শনিবার ● ৫ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » ব্রঙ্কসে আমেরিকার ২৪৯তম স্বাধীনতা দিবস পালন।
ব্রঙ্কসে আমেরিকার ২৪৯তম স্বাধীনতা দিবস পালন।
শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥
নিউইয়র্কের ব্রঙ্কসে আমেরিকার ২৪৯ তম মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।
গত ৪ঠা জুলাই শুক্রবার ব্রঙ্কসের স্ট্রালিং বাংলাবাজারের ট্রাইএঙ্গেল পয়েন্টে বিভিন্ন সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে এবং ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটির ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফাইন আর্টস বাপার সভাপতি ফরিদা ইয়াছমিন।
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সহ-সভাপতি কাজী রবিউজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে আব্দুস শহীদ,বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি জুনেদ চৌধুরী,মাহবুব আলম,মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী,সিনিয়র সিটিজেন ফোরামের সভাপতি আব্দুর রউফ,হৃদয়ে বাংলাদেশ সভাপতি সাইদুর রহমান লিংকন,হাসান আলী,সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ,মুক্তিযোদ্ধা আব্দুস সালাম,কমান্ডার মন্জুর আহমেদ,আব্দুল মুহিত,বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি শামীম আহমদ,জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রোকন হাকিম,সিপিএ জাকির চৌধুরী।অনুষ্ঠানের শুভ সূচনা হয় মিজানুর রহমানের কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে পরে আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সবাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন।
দ্বিতীয় বাংলাদেশি অধ্যুষিত এলাকা হিসেবে খ্যাত ব্রঙ্কসের বিভিন্ন এলাকা থেকে আগত প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আমেরিকার মহান স্বাধীনতা দিবসের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন অধ্যক্ষ সানাউল্লাহ,কামাল উদ্দিন,রেজা আব্দুল্লাহ,নুরুল ইসলাম,স্বপন মজুমদার,মেহের চৌধুরী প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন মোস্তাকুর রহমান লিটন,শেখ শফিকুর রহমান,বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাধারণ সম্পাদক শেখ অলি আহাদ,জহিরুল ইসলাম,বিজয় কৃষ্ণ সাহা,কবি আবু তাহের চৌধুরী।
সবশেষে উপস্থিত সবাই কে মধ্যাহ্ন ভোজে আপ্যায়ন করা হয়।
বিষয়: #আমেরিকা #তম #দিবস #পালন #ব্রঙ্কস #স্বাধীনতা