সোমবার ● ১০ জুন ২০২৪
প্রথম পাতা » বিশেষ » বাংলাদেশের নাগরিক প্রমাণ করলে মিলবে এনআইডি: সিইসি
বাংলাদেশের নাগরিক প্রমাণ করলে মিলবে এনআইডি: সিইসি
মন্ত্রণালয় থেকে দ্বৈত নাগরিকত্বের সনদ আনা অর্থহীন বলে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবীবুল আউয়াল বলেন, বাংলাদেশের নাগরিক প্রমাণ করতে পারলে, দ্বৈত নাগরিকত্ব থাকলেও জাতীয় পরিচয় পত্র মিলবে।
১০ জুন, সোমবার সকালে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে এনআইডি সংশোধনের আবেদন ক্যাটাগরিকরণ ও দ্রুত নিষ্পত্তি শীর্ষক কর্মশালায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
জাতীয় পরিচয়পত্র অনেক গুরুত্বপূর্ণ উল্লেখ করে সিইসি বলেন, এখনও জাতীয় পরিচয় পত্র নিয়ে জালিয়াতি হচ্ছে। এতে প্রশ্নবিদ্ধ হচ্ছে কমিশন। আগামীতে যেন এমন ঘটনা না ঘটে সেদিকে নজর রাখার নির্দেশনা দেন তিনি।
কাজী হাবীবুল আউয়াল আরও বলেন, জাতীয় পরিচয়পত্র এখনও ১০০ ভাগ চূড়ান্তপর্যায়ে আসেনি। এর কারণ হিসেবে তিনি বলেন, যারা আবেদন করেন তারা সঠিক তথ্য দেনা না। একইসঙ্গে যারা তথ্য নেন তারাও সঠিকভাবে তথ্য নিবন্ধন করেন না।
বিষয়: #বাংলাদেশ




এক বিরল সাক্ষাৎকারে, প্রাক্তন স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনা দ্য ইন্ডিপেন্ডেন্টকে বলেছেন যে তার ক্ষমতাচ্যুতির সময় রক্তপাতের জন্য তিনি দায়ী নন, এবং অনুপস্থিতিতে তার বিচারকে ‘প্রতারণা’ বলে অভিহিত করেছেন।
ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক!
ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
সিলেট-২: নিখোঁজ নেতার ত্যাগের প্রতীক, তাহসিনা রুশদীর লুনা সেই ত্যাগের উত্তরসূরি
যুক্তরাজ্যে জননেতা সুলতান মাহমুদ শরীফের স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত
ভোরের দর্পণের সাহিত্য পাতায় আমার একটি বই আলোচনা প্রকাশ পায়, আপন্রাা দেখতে পারেন ’রূপসী ওয়েলসের কোলে ছোট্ট এক বাংলাদেশ”।
শিক্ষাসংস্কারে চাই সুস্পষ্ট লক্ষ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা
সঙ্গীত চৰ্চা ও ধর্ম শিক্ষা: তর্ক-বিতর্কের জায়গাটি কোথায়?
স্থানীয় থেকে জাতীয় সর্বত্র অস্থিতিশীলতা বহুমুখী সংকটে ব্রিটিশ লেবার পার্টি
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ ও পাঠাগার আন্দোলনের পথিকৃত ভাষা সৈনিক মুহম্মদ নুরুল হক
