শুক্রবার ● ২৬ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » ছাত্রশিবির দুনিয়াকে আখেরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে: পরওয়ার
ছাত্রশিবির দুনিয়াকে আখেরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে: পরওয়ার
বজ্রকণ্ঠ::
![]()
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ছাত্রশিবির সেই প্রাণ, সেই সত্তা—তারা দুনিয়াকে আখেরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে। তারা দ্বীনের জন্য জীবনকে বিলিয়ে দিতে পারে।
ছাত্রশিবিরের সঙ্গে গোটা জাতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার জন্য ছাত্রশিবিরের এই যাত্রার পেছনে গোটা জাতি তাদের সাহায্য করবে। তারা দুনিয়ার স্বার্থ সম্পদ গাড়ি বাড়ি সম্মান বিক্রি করে দিয়েছে, দুনিয়ায় তাদের দাবিয়ে রাখা যাবে না।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২৫ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ছাত্রশিবিরের আদর্শকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে একদল অপপ্রচার চালাচ্ছে। জাতি কোনো মিথ্যাচার বিশ্বাস করবে না। রাজনীতির ইতিহাসে এটা একটা মহাসত্য। ছাত্রশিবিরের আদর্শবাদী আন্দোলনকে যখন একদল শক্তি, যুক্তি ও আদর্শ দিয়ে মোকাবিলা করতে ব্যর্থ হয়, তারা তখন মিথ্যাচার আর অপপ্রচারের অন্ধকার পথ বেছে নেয়।
তিনি বলেছেন, ছাত্রশিবির হলো দুঃসাহসী নির্ভীক বিজয়ী বীর। অনেক আত্মত্যাগ, অনেক শাহাদাতের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে এসে পৌঁছেছি। একটা কালো যুগ আমাদের পেছনে ফেলে এসেছি। ঠিক যে সময়ে জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে ঠিক সেই সময় আবার একটি চক্রের ষড়যন্ত্র দেখতে পাচ্ছি।
জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, ছাত্রশিবির তথা আধিপত্যবাদবিরোধী ইসলামি জনতার সংগ্রামকে ঠেকাবার জন্য সন্ত্রাস দিয়ে যখন তারা পারেনি, তখন তারা মিথ্যাচার ও অপপ্রচার দিয়ে জাতিকে বিভ্রান্ত করে আমাদের আবার পেছনে ঢেলে দিতে চায়।
তিনি আরও বলেন, ছাত্রশিবিরকে স্বাধীনতাবিরোধী, রগকাটা ও গুপ্ত সংগঠন বলা হচ্ছে। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর সত্য উদ্ভাসিত হয়েছে। চারটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং জনগণ তাদের প্রত্যাখ্যান করে প্রমাণ করেছে অসত্য ও মিথ্যা কথায় শিক্ষার্থীরা বিভ্রান্ত হয়নি।
যারা আল্লাহকে পাওয়ার জন্য জীবন বিলিয়ে দেয় তাদের খুন, ফাঁসি, রিমান্ড, আয়নাঘর ও ক্রসফায়ার দিয়ে দমিয়ে রাখা যাবে না—যোগ করেন মিয়া গোলাম পরওয়ার।
বিষয়: #আখেরাত #দুনিয়া #বিক্রি #বিনিময়




ছাতকে কলিম উদ্দিন আহমেদ মিলনের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত
এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা
কিছু রাজনৈতিক দল জোর করে দাবি আদায় করতে চায়: খসরু
‘১১ নভেম্বরের মধ্যে দাবি না মানলে ঢাকার চিত্র ভিন্ন হয়ে যাবে’
পদত্যাগ করে নির্বাচনে অংশ নেবেন অ্যাটর্নি জেনারেল
চতুর্দশ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকরের আবেদন বিএনপির
২৩৫ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি, বিকেলে জরুরি সংবাদ সম্মেলন
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি মহাসচিবের সাক্ষাৎ সন্ধ্যায়
